যুক্তরাষ্ট্রে করোনার জরুরি চিকিৎসায় ওষুধ ব্যবহারের অনুমতি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১০ নভেম্বর): হাসপাতালে চিকিৎসাধীন নয় এমন করোনা রোগীদের জরুরি চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষামূলক অ্যান্টিবডি ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বয়স বা অন্যান্য অবস্থা বিবেচনায় ঝুঁকির মুখে রয়েছেন এমন রোগীদের বেলাতেই এই ওষুধ প্রয়োগ করা যাবে। খবর রয়টার্স।
সোমবার এলি লিলি অ্যান্ড কোম্পানির বামলানিয়ভিমাব নামের ওষুধের অনুমোদন দিয়েছে এফডিএ। ট্রায়ালে দেখা গেছে, কোভিড-১৯ এ অতি ঝুঁকিপূর্ণ রোগীদের ওপর এ ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে। সাধারণ সংক্রমণের বিরুদ্ধে এই অ্যান্টিবডি ব্যবহার করা হতো। এক বিবৃতিতে হোয়াইট হাউজ এফডিএর এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ ‘মাইলফলক’ বলে মন্তব্য করেছে।
এফডিএ জানিয়েছে, সম্প্রতি ৬৫ বা তারচেয়ে বেশি বয়সীদের মধ্যে হালকা বা মাঝারি মাত্রা করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এমন ব্যক্তিদের ওপর লিলির অ্যান্টিবডি ওষুধ প্রয়োগ করা যাবে। এছাড়া গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে এমন ১২ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের বেলায় এটি প্রয়োগ করা যাবে। তবে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং অক্সিজেন সাপোর্টে রয়েছেন এমন রোগীদের বেলায় ওষুধটি প্রয়োগ করা যাবে না।