Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
পাকিস্তানের হামলায় কাশ্মিরে ৪ সেনাসহ নিহত ৭

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানের হামলায় কাশ্মিরে ৪ সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২৩, ১৪ নভেম্বর ২০২০   আপডেট: ২০:২৩, ১৪ নভেম্বর ২০২০
পাকিস্তানের হামলায় কাশ্মিরে ৪ সেনাসহ নিহত ৭

ছবি: সংগৃহীত

ঢাকা (১৪ নভেম্বর): জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানের হামলায় চার ভারতীয় সেনাসহ সাত জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এ হামলা শুরু হয় বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বারামুল্লা জেলার নামবালা সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানি সেনারা মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উরি সেক্টরের হাজি পির এলাকায় বিএসএফের এক সাব-ইনস্পেক্টর, এক সেনা ও এক নারী নিহত হয়েছে। উরির কামালকোট সেক্টরে নিহত হয়েছে আরও দুই বেসামরিক নাগরিক।

এনডিটিভি জানিয়েছে, ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়েছে। ভারতীয়দের হামলায় পাকিস্তানের ছয় থেকে সাত সেনা নিহত ও ১০ থেকে ১২ জন আহত হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর অনেকগুলো বাঙ্কার, জ্বালানি মজুদ কেন্দ্র ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

গত শনিবারও নিয়ন্ত্রণরেখার মছিল সেক্টরে হামলা চালিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। ওই ঘটনায় এক বিএসএফ সদস্য এবং তিন সেনা নিহত হয়।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়