বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ছাড়িয়ে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১৫ নভেম্বর): বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়াল্ড মিটার্স শনিবার এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ১৩ হাজার ১৬১। একই সময় আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৮৪২ জনে পৌঁছেছে।
এখনও পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা দুই লাখ ৫০ হাজার এবং আক্রান্তের সংখ্যা এক কোটি ৮২ হাজার ১৩৮ জন। ৯ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করে চলছে। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের হার। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এক দিনে করোনায় আক্রান্তের রেকর্ড এটি।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমণের হার ৯ নভেম্বর থেকে কিছুটা বেড়েছে। একই সময় মৃত্যুর হারও কিছুটা বেড়েছে। ভারতে এ পর্যন্ত ৮৭ লাখ ৯২ হাজার ৯১৪ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৯১৪ জন।
ইউরোপীয় দেশগুলোতে এই মুহূর্তে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৮৩৪ জন, স্পেনে ৪০ হাজার ৭৬৯ জন, ইতালিতে ৪৪ হাজার ৬৮৩ জনে পৌঁছেছে।