Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
কোভিড ভ্যাক্সিন ৯৪ দশমিক ৫ ভাগ কার্যকর: মর্ডানা

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোভিড ভ্যাক্সিন ৯৪ দশমিক ৫ ভাগ কার্যকর: মর্ডানা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০১, ১৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৮, ১৭ নভেম্বর ২০২০
কোভিড ভ্যাক্সিন ৯৪ দশমিক ৫ ভাগ কার্যকর: মর্ডানা

ছবি: আল জাজিরা

ঢাকা (১৬ নভেম্বর): কোভিড ১৯ প্রতিরোধে ভ্যাক্সিন ৯৪ দশমিক ৫ ভাগ কার্যকর বলে দাবি করেছে আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানি মর্ডানা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির মধ্যে মর্ডানাই প্রথম পরীক্ষামূলক ভ্যাক্সিন ব্যবহার করে বড় ধরণের স্টাডির পর এ ধরণের তথ্য প্রকাশ করলো। খবর আল জাজিরা।

মর্ডানা বলেছে, তাদের উৎপাদিত ভ্যাক্সিন কোভিড ১৯ এর বিরদ্ধে ৯৪ দশমিক ৫ ভাগ কার্যকর। তারা আশা করছে এ মাসের আরো পরের দিকে আরো নিরাপদ তথ্য পাবার পর এ ভ্যাক্সিন ব্যবহারের জন্য মর্ডানা যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশেনের অনুমোদন চাইবে।  

মর্ডানা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল এবং তারা ভ্যাক্সিনের ২টি ডোজ নিয়েছে। ফলাফলে দেখা গেছে, এ ভ্যাক্সিন করোনা প্রতিরোধে ৯৪.৫ ভাগ কার্যকর।

কোভিড ১৯ আক্রান্ত ৯৫জন রোগীকে ভিত্তি করে মর্ডানা প্রাথমিক ভাবে তথ্য বিশ্লেষণ করেছিল। এদের মধ্যে ৯০জনকে প্লেসেবো গ্রুপে রাখা হয় আর ৫জনকে ভ্যাক্সিন দেয়া হয়। প্লেসেবো গ্রুপের মধ্যে ১১ জনের অবস্থার অবনতি ঘটে। অথচ যাদের ভ্যাক্সিন দেয়া হয়েছিল তাদের ক্ষেত্রে এমন কোন উপসর্গ দেখা যায়নি।  

এই ৯৫ জনের মধ্যে ১৫জন ছিল ৬৫ বছর বা এর চেয়েও বেশি বয়সের। ২০ ছিলেন বিভিন্ন জনগোষ্ঠীর। এর মধ্যে ১২জন হিস্পানিক, ৪জন কৃষ্ণাঙ্গ আমেরিকান, তিনজন এশিয়ান আমেরিকান এবং একজন ছিলেন অন্যান্য।

ফাইজার এবং এর জার্মান সহযোগি কোম্পানি বায়োএন্ডটেক এসই প্রাথমিক তথ্যের ভিত্তিতে এক সপ্তাহ আগে জানিয়েছিল তাদের পরীক্ষামূলক ভ্যাক্সিন ৯০ ভাগ ক্ষেত্রে কার্যকর। এরপরই মর্ডানা এমন ঘোষণা দিল।

২০১৮ সালে বাজারে আসা মর্ডানা আমেরিকান সরকারের কাছ থেকে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট খাতে প্রায় এক বিলিয়ন ডলার তহবিল পেয়েছে। তারা সরকারকে ১০০ মিলিয়ন ডোজ ভ্যক্সিন দেয়ার জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তিও স্বাক্ষর করেছে। মার্কিন সরকার মর্ডানার কাছ থেকে আরো ৪০০ মিলিয়ন ডোজ নিতে পারবে। মর্ডানার সঙ্গে বিশ্বেন অন্য দেশেরও ভ্যাক্সিন সরবরাহের চুক্তি রয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়