শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের কারণে করোনায় মৃত্যু বাড়তে পারে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৫, ১৮ নভেম্বর ২০২০  
ট্রাম্পের কারণে করোনায় মৃত্যু বাড়তে পারে: বাইডেন

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৭ নভেম্বর): নির্বাচনের ফলাফলকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থানের কারণে করোনায় মৃত্যু বাড়তে পারে বলে সতর্ক করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ডেলাওয়ারের উইলমিংটনে নিজের টিমের প্রধান অফিসে এ কথা বলেন বাইডেন। খবর বিবিসি।

জো বাইডেন জানান, প্রেসিডেন্টের দায়িত্ব পরিচালনা যদি ট্রাম্পের কারণে বাধাগ্রস্ত হতে থাকে তাহলে করোনায় আরও ‘মানুষ মারা যেতে পারে’। মহামারি নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতার সমালোচনা করে বাইডেন বলেন, ‘যদি সমন্বিতভাবে করোনা মোকাবিলা না করি তাহলে আরও মানুষ মারা যাবে।’

নির্বাচন শেষ হওয়ার দুই সপ্তাহ হয়ে এলেও এখনো বাইডেনের জয়কে স্বীকার করেননি ট্রাম্প। নির্বাচনের দিন থেকেই তিনি দাবি করে আসছেন, ভোটে জালিয়াতি হয়েছে।

এর মধ্যে ছোট আকারে হলেও রিপাবলিকানদের থেকে শুভেচ্ছা পেয়েছেন বাইডেন। তার ভাষ্য, দুই পক্ষ থেকে বলা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে তার হারের বিষয়টি স্বীকার করছে না, ‘এটা পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন’।

সোমবারও ট্রাম্প টুইটারে পোস্টে বলেন, ‘আমি জিতেছি’। আগের দিন ফেসবুক পোস্টে বলেন, ‘আমি জিতব’।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়