আফগানিস্তান-ইরাক থেকে আরও সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১৮ নভেম্বর): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগেই আফগানিস্তান এবং ইরাক থেকে আরো সেনা প্রত্যাহার করবেন বলে জানিয়েছে পেন্টাগন। খবর আল জাজিরা।
পেন্টাগন এক ঘোষণায় জানিয়েছে, আফগানিস্তানে অবস্থান করা সাড়ে ৪ হাজার সৈন্য সংখ্যা থেকে কমিয়ে ২ হাজার ৫০০ তে নামিয়ে আনার ঘোষণা দেবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি ইরাকে বর্তমানে সেনা রয়েছে ৩ হাজার। এ থেকে সেনা কমিয়ে ২ হাজার ৫শ'তে নামিয়ে আনা হবে।
ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে আফগানিস্তান থেকে প্রায় ২,০০০ সেনা প্রত্যাহার করা হবে। আর ইরাক থেকে প্রত্যাহার করা হবে ৫০০ সেনা। এর ফলে দুদেশেই ২,৫০০ করে সেনা অবস্থান করবে।
সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করার একদিন পরই সেনা প্রত্যাহারের এ ঘোষণা দেয়া হলো। এসপার আফগানিস্তানে সেনা অবস্থানের প্রতি জোড় দিচ্ছিলেন। তিনি যুক্তি দেখাচ্ছিলেন কাবুল সরকারকে সমর্থন এবং তালেবানদের সঙ্গে শন্তি চুক্তির ব্যাপারে আলোচনার জন্য সেখানে মার্কিন সেনার অবস্থান জরুরী।
এর আগে ট্রাম্পের এ সিদ্ধান্ত সম্পর্কে সোমবার রয়টার্স রিপোর্ট প্রকাশ করলে সিনিয়র রিপাবলিকান ও ডেমোক্রেটদের নিন্দা শুরু হয়। তাদের আশঙ্কা সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিরাপত্তা এবং তালেবানদের সাথে ভঙ্গুর শান্তি আলোচনার ক্ষতি করবে।