অবশেষে ক্ষমতা হস্তান্তরে ট্রাম্পের সম্মতি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (২৪ নভেম্বর): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনের কাছে অবশেষে ক্ষমতা হস্তান্তরে সম্মতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে বলেছেন। খবর বিবিসি।
ট্রাম্প বলেছেন, হস্তান্তর প্রক্রিয়া দেখভালের দায়িত্বে থাকা সংস্থা ফেডারেল এজেন্সি ‘যা প্রয়োজন সেটা করুক’। অবশ্য তিনি নির্বাচনে পরাজয়ের বিষয়টি মোকাবেলা করারও প্রত্যয় ব্যক্ত করেছেন।
জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন বা জিএসএ বলছে তারা বাইডেনকে ‘আপাতত বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। মূলত, মিশিগানে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে সার্টিফায়েড হওয়ার পরপরই বাইডেনের জয় চূড়ান্ত স্বীকৃতি লাভ করে। জিএসএর ঘোষণার পর পেন্টাগন বলেছে, বাইডেনের দলকে তারা পেশাগত, নিয়মতান্ত্রিক এবং দক্ষতার সঙ্গে সমর্থন দেবে।
বাইডেন টিম ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘মহামারি নিয়ন্ত্রণ ও অর্থনীতিতে গতি আনাসহ জাতির সামনে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আজকের এই সিদ্ধান্তটি ছিল প্রয়োজনীয় পদক্ষেপ।’