শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাইডেনের মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৭, ২৪ নভেম্বর ২০২০  
বাইডেনের মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের নাম ঘোষণা

বাইডেনের মন্ত্রিসভার জন্য মনোনীতরা-সিএনএন

ঢাকা (২৪ নভেম্বর): যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যদের নাম ঘোষণা করেছেন। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়। খবর সিএনএন।

নির্বাচনী প্রচারের সময় বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তার প্রশাসন হবে ‘লুক লাইক আমেরিকা’। তার প্রতিশ্রুতি তিনি এবার বাস্তবায়ন করতে শুরু করেছেন। সিএনএন জানিয়েছে, বাইডেনের প্রশাসন হবে শেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের মিশ্রণ। এখানে পুরুষদের চেয়ে নারীদের সংখ্যাই থাকবে বেশি।

জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নাম ঘোষণা করা হয়েছে। ওবামা আমলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কিউবার বংশোদ্ভূত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সাবেক উপমন্ত্রী আলহান্দ্রো মায়োরকেসকে এই বিভাগ পরিচালনার জন্য মনোনীত করেছেন বাইডেন।

নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিঙ্কেনের নাম ঘোষণা করেছেন বাইডেন। ওবামা আমলে সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জ্যাক সুলিভানের নাম ঘোষণা করা হয়েছে।  

লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে বাইডেন মনোনীত করেছেন অ্যাভরিল হেইনেসকে। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিআইএ) সাবেক শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা।

এছাড়া বাইডেন অর্থমন্ত্রী হিসেবে জানেট ইয়েলেনের নাম ঘোষণা করতে পারেন। মনোনয়ন নিশ্চিত হলে প্রথম নারী অর্থমন্ত্রী হবেন ইয়েলেন।

মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণার পর বাইডেন বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন। যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়