এবার বিল গেটসকে টপকে গেলেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: স্কাই নিউজ
ঢাকা (২৫ নভেম্বর): বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় বড় ধরনের ঝাঁকুনি দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। টেসলার শেয়ার মূল্য বাড়তে থাকায় তালিকার এক নম্বরে থাকা অ্যামাজন প্রধানকে টেক্কা দিতে না পারলেও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন তিনি। খবর স্কাই নিউজ ও গার্ডিয়ান।
এর আগে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে টপকে বিশ্বের তৃতীয় ধনকুবেরের জায়গা দখলে নেন মাস্ক। এবার বিল গেটসকেও পেছনে ফেলে দিলেন।
ইলেকট্রিক কার কোম্পানি টেসলা এসএন্ডপি’র ৫০০ ইনডেস্কে যোগ দিতে যাচ্ছে বলে ঘোষণা দেয়ার পরপরই এর শেয়ারের দাম বাড়তে শুরু করে। মঙ্গলবার ওয়াল স্ট্রিটে এর প্রতি শেয়ারের মূল্য দাঁড়িয়েছিল ৫২১ দশমিক ৪৯ ডলারে। এ অর্থ হচ্ছে ৪৯ বছরের মাস্ক এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলারের মালিক। কেননা, কোম্পানির ২০ ভাগ শেয়ারের মালিক তিনি। ৭০০ কোটি ডলার থেকে তার সম্পত্তির পরিমাণ এখন ১২ হাজার ৭৯০ কোটি ডলার। এ বছরেই ১০ হাজার কোটি ডলার সম্পত্তি বেড়েছে মাস্কের। যার ফলে ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা ফোর্বসের তালিকায় শীর্ষস্থানটি ধরে রাখা বিল গেটসকে পিছনে ফেলতে পেরেছেন।
উল্লেখ্য, মোট সম্পত্তির বিচারে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করে ব্লুমবার্গ। আশ্চর্যের ব্যাপার হলো, জানুয়ারিতে মাস্ক ছিলেন ৩৭তম স্থানে। সেখান থেকে গত সেপ্টেম্বরে প্রথম পাঁচে শুধু নয়, ফেসবুক প্রধানকেও পেছনে ফেলেন তিনি। নভেম্বরে এসে টপকালেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতাকেও।