জো বাইডেনকে ভোট দেয়ার আহবান ওবামার
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফিলাডেলফিয়াতে জো বাইডেনের পক্ষে প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: আল জাজিরা
ঢাকা ২২ অক্টোবর: যুক্তরাষ্ট্রে করোনভাইরাস মোকাবেলা, জাতিগত অস্থিরতাসহ মৌলিক বেশ কিছু বিষয়ে প্রেসিডেন্ট হিসেবে অদক্ষতার কারণে ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ফিলাডেলফেডিয়াতে বুধবার জো বাইডেনের পক্ষে প্রথম প্রকাশ্য প্রচারণায় তিনি এ সমালোচনা করেন। এ সময় তিনি তার সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান।
৩ নভেম্বরের নির্বাচনে ভোট দিয়ে জো বাইডেনকে জয়ী করতে দেশের কৃষ্ণাঙ্গ, প্রগতিশীল জনতাসহ অন্যদের প্রতি আহবান জানিয়ে ওবামা বলেন, এ নির্বাচনে আমাদের প্রত্যেকেরই আলাদা ভাবে করণীয় রয়েছে। আগামী ১৩ দিন আমাদের করণীয়ই ভবিষ্যতের কয়েক দশকের সুফল নিশ্চিত করবে। ফিলাডেলফেডিয়া সফরকালে প্রায় ৩০০ গাড়ির সমন্বয়ে বের করা এক বিশাল র্যালিতে ওবামা বলেন, আমেরিকা খুবই চমৎকার এবং সুন্দর জায়গা। তবে সম্প্রতি এখানে আমরা বেশ কিছু বিব্রতকর ঘটনা ঘটতে দেখেছি।তিনি বলেন, আমাদের দেশ কেমন হতে পারতো সেটা ভেবে দেখতে আপনাদের অনুরোধ করছি।এ দুঃসময় থেকে উত্তোরণ করে দেশকে একটি উত্তম স্থানে নিয়ে যেতে আমি আপনাদেরকে জো বাইডেনের ওপর আস্থা রাখার আহবান জানাচ্ছি।
ওবামার এ বক্তব্য দেয়ার আগে জো বাইডেন করোনাভাইরাস মোকাবেলা এবং সামাজিক ও অর্থনৈতিক ইসুতে ডেমোক্র্যাট পার্টির পরিকল্পনা নিয়ে কৃষ্ণাঙ্গদের সঙ্গে এক গোল টেবিল বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের কথা উল্লেখ করে ওবামা বলেন, আমি বিশ্বাস করি জো বাইডেনের চারপাশে যারা আছেন তারা সবাই আন্তরিক ভাবে কাজ করতে আগ্রহী। তারা খুব ভাল করেই জানেন, তারা কী করছেন এবং কারা জনগণের প্রতিনিধিত্ব করছেন। সূত্র: আল জাজিরা, এপি