আমরা ভাইরাসের সঙ্গে লড়াই করছি, একে অপরের সঙ্গে নয়: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: আল জাজিরা
ঢাকা (২৬ নভেম্বর): নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা একটি ভাইরাসের সঙ্গে লড়াই করছি, একে-অপরের সঙ্গে নয়। স্থানীয় সময় বুধবার ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষ্যে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি সকলকে বিভাজন ও বিভেদ ভুলে একসঙ্গে মহামারির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান। খবর আল জাজিরা।-
বাইডেন সবাইকে এ বছরের ‘থ্যাঙ্কসগিভিং ডে’ ঘটা করে পালন না করে সংক্ষিপ্ত আকারে করার আহব্বান জানান। তিনি বলেন করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সবাই বাড়িতেই অবস্থান করুন। তিনি নিজেও এবার কেবল তার স্ত্রী জিল, কন্যা ও নাতি-নাতনীদের সঙ্গে এই দিনটি উদযাপন করবেন বলে জানান।
বাইডেন বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। একে-অপরের সঙ্গে নয়। ভাইরাসের বিরুদ্ধের যুদ্ধে আমাদের মেরুদণ্ড শক্ত রাখতে হবে। আমাদের প্রচেষ্টাগুলোতে দ্বিগুণ করতে হবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুনরায় কথা দিতে হবে। এই ভাইরাস আমাদের ব্যথিত করছে, প্রাণ কেড়ে হচ্ছে, হতাশা বাড়িয়ে দিচ্ছে।’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা সর্বদা আপনাদের প্রেসিডেন্টের কাছ থেকে সত্যটা শুনতে চান। সত্য বলতে আমাদের এই ভাইরাসের সংক্রমণ রুখতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমরা আমাদের ডাক্তার, নার্স ও প্রথম সারির মেডিকেল কর্মীদের কাছে ঋণী, আমরা আমাদের দেশবাসী ও নাগরিকদের কাছে ঋণী।’