মঙ্গলবার

১৭ সেপ্টেম্বর ২০২৪


২ আশ্বিন ১৪৩১,

১২ রবিউল আউয়াল ১৪৪৬

ফকিরজাদেহকে বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল মোসাদ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪৫, ২৮ নভেম্বর ২০২০  
ফকিরজাদেহকে বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল মোসাদ: ট্রাম্প

ছবি: ফাইল ফটো

ঢাকা (২৮ নভেম্বর): ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মহসেন ফকিরজাদেহ হত্যায় ইসরাইলি গোয়েন্দা সংস্থা- মোসাদের হাত থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে একজন ইসরাইলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে তিনি ইরানি বিজ্ঞানী হত্যায় মোসাদের জড়িত থাকার এ ইঙ্গিত করেন। খবর এপির।

ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান ফকিরজাদেহ শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারান।

এ বিষয়ে ইয়োসি মেলমান নামে ইসরাইলের এক সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ট্রাম্প বলেন, ফকিরজাদেহকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করে আসছিল। এছাড়া, ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মোহসেন ফকিরজাদেহকে ইরানের ‘পরমাণু অস্ত্র কর্মসূচি’র কারিগর বলেও দাবি করেন।

 

Nagad
Walton

সর্বশেষ