Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মাস্ক ব্যবহার না করলে ৫০০,০০০ মৃতের আশঙ্কা আমেরিকায়

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাস্ক ব্যবহার না করলে ৫০০,০০০ মৃতের আশঙ্কা আমেরিকায়

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪০, ২৪ অক্টোবর ২০২০  
মাস্ক ব্যবহার না করলে ৫০০,০০০ মৃতের আশঙ্কা আমেরিকায়

করোনাভাইরাস প্রতিরোধে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। ছবি: আল জাজিরা

ঢাকা ২৪ অক্টোবর: আমেরিকাতে সবাই যদি মুখে মাস্ক ব্যবহার না করেন, তাহলে ফেব্রুয়ারির মধ্যে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০০,০০০ ছাড়িয়ে যেতে পারে। একদিনে নতুন করে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসে আক্রান্তের তথ্য প্রকাশের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের গবেষকরা এ হুঁশিয়ারি দিয়েছেন।
ইউনিভার্সিটি অব ওয়শিংটনের ইন্সটিটিউট ফর হেল্থ মেট্রিস অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) এ পূর্বাভাস আমেরিকাতে আসন্ন শীত নিয়ে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এ শীতে সেখানকার আবদ্ধ বাড়িঘরে সহজেই করোনা ভাইরাসের বিস্তার বাড়বে। কেননা, সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা নেই বললেই চলে। শুক্রবারই সারা যুক্তরাষ্ট্রে ৮৪,২১৮ জনের শরীরে কোভিড ১৯ এর উপস্থিতি পরীক্ষা করা হয়েছে। এ সংখ্যা ১৬ জুলাই একদিনে আক্রান্তের ৭৭,২৯৯ জনের রেকর্ড ভেঙ্গে দিয়েছে।
আইএইচএমইর পরিচালক এবং এ গবেষণার অন্যতম প্রধান ক্রিস মারি বলেছেন বাস্তবিক অর্থেই আমরা ভয়াভয় শীতের মোকাবেলা করতে যাচ্ছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেশস ডিজিজেজ এর পরিচালক ডা. অ্যান্থনি ফাউসির বক্তব্য উল্লেখ করে আইএইচএমই বলছে ৯৫ ভাগ আমেরিকান যদি কেবল মুখে মাস্ক ব্যবহার করেন, তাহলে ১৩০,০০০ সম্ভাব্য মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজহার করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ার জন্য মানুষের ব্যক্তিগত আচরণকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাসা বাড়িতে মানুষের সমাগম আক্রান্তের সংখ্যা বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনভাইরাস থেকে আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার প্রেসিডেন্টশিয়াল বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবী করেছেন সে প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে আজহার সিএনএনকে বলেন, ভ্যাকসিনের জন্য অপেক্ষমান আমেরিকানদেরকে প্রেসিডেন্ট ট্রাম্প আশার বানী শুনিয়েছেন।  
৩ নভেম্বরের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিবেচনা করা পেনসেলভানিয়াতেও একদিনে করোনায় আক্রান্তে রেকর্ড সৃষ্টি হয়েছে। সেখানকার স্বাস্থ্য বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ২০২০ সালের এপ্রিলে করোনা প্রাদুভার্বের পর যে অবস্থা ছিল এখন তেমনি ভাবে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে। এছাড়া আলাস্কা, আরকানসাস, ইলিনয়, নর্থ ক্যারোলিনা, নর্থ ডাকোটা, ওহাইয়ো, ওরেগন, রোডে আইল্যান্ড, সাউথ ডাকোটা, টেনিসি, উটাহ, উইসকনসিন এবং ওয়েমিংয়েও একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। সূত্র: আল জাজিরা

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়