শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪


৫ আশ্বিন ১৪৩১,

১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কোভিড-১৯ আতঙ্ক: শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২১, ৩০ নভেম্বর ২০২০  
কোভিড-১৯ আতঙ্ক: শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৬

ফাইল ছবি

ঢাকা (৩০ নভেম্বর): শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দাঙ্গা থামাতে কারারক্ষীদের গুলিতে অন্তত ছয় জন নিহত ও ৫২ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এ ঘটনায় দুজন কারারক্ষীও গুরুতর আহত হয়েছেন। খবর এপি, বিবিসি।

রিপোর্টে জানা গেছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। কারাগারগুলোর প্রায় এক হাজার বন্দি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যেই মহামারী নিয়ে আতঙ্কিত বন্দিরা ব্যবস্থা উন্নতকরণ ও আগাম জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করছে।

পুলিশের মুখপাত্র আজিথ রোহানা জানিয়েছেন, কলম্বো প্রায় ১৫ কিলোমিটর উত্তরে মাহারা কারাগারে রোববার বন্দিরা বিশৃংখলা শুরু করে। কারারক্ষীরা ‘বিশৃঙ্খল পরিস্থিত নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে’। কিন্তু পরিস্থিতি পরবর্তিতে দাঙ্গায় রূপ নেয়। এ ঘটনায় আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, দাঙ্গা থামাতে কারারক্ষীরা গুলি করে। কারাগারের আশপাশের বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে তারা কারাপ্রাঙ্গণে ‘বিশাল আগুন’ দেখেছেন বলে স্থানীয় সংবাদে বলা হয়েছে।

মাহারা কারাগারকে ঘিরে নিরাপত্তা জোরদার করার জন্য অভিজাত পুলিশ কমান্ডোদের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি পুলিশের পাঁচটি দলও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রোহানা।

শ্রীলঙ্কার কারাগারগুলোতে কোভিড-১৯ রোগীর সংখ্যা বৃদ্ধির মধ্যেই সম্প্রতি বেশ কয়েকটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোর ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও সেখানে প্রায় ২৬ হাজার বন্দিকে রাখা হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়