বৃহস্পতিবার

১৯ সেপ্টেম্বর ২০২৪


৪ আশ্বিন ১৪৩১,

১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে করোনা আক্রান্ত ছাড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৯, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৪১, ৭ ডিসেম্বর ২০২০
বিশ্বে করোনা আক্রান্ত ছাড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ

ফাইল ছবি

ঢাকা (০৭ ডিসেম্বর): বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ১০৭ জনে পৌঁছেছে । এদের মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ হাজার ৭৯৫ জন। এছাড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ ০৯ হাজার ৯৬২ জনে। সোমবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ কথা জানা গেছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত সেখানে এক কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩১৬ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৮২ হাজার ২৩৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ৯৬ লাখ ৪৪ হাজার ২২২ জন এবং মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ১৮২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪১ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় এর অবস্থান ১২ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬৮ হাজার ৩৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯ হাজার ৪৫৬ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে এর অবস্থান সপ্তম। এখন পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ২৭ হাজার ৭৫১ জন এবং মৃত্যু হয়েছে ৬১ হাজার ৩৪২ জনের।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়