অন্ধ্র প্রদেশে অজ্ঞাত রোগে একজনে মৃত্যু, হাসপাতালে ২২৭জন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিবিসি
ঢাকা (০৭ ডিসেম্বর): ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একজন মৃত্যু বরণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ২২৭জন। খবর বিবিসি।
ডাক্তররা বলছেন আক্রান্ত রোগীদের মধ্যে বমি বমি ভাব থেকে শুরু করে, মূর্ছা যাওয়া এবং অচেতন হওয়ার মতো বিভিন্ন ধরণের লক্ষণ লক্ষ করা গেছে। ইলুরু শহরে এ অজ্ঞাত রোগের প্রদুর্ভাব দেখা দেয়ার পর কর্মকর্তারা এর ধরণ এবং কারণ অনুসন্ধানে কাজ করছেন।
করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের জন্য এ অজ্ঞাত রোগ নতুন করে সমস্যার সৃষ্টি করছে। অন্ধ্র প্রদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যাও অনেক বেশি প্রায় ৮০০,০০০। করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে ভারতে অন্ধ্র প্রদেশের অবস্থান তৃতীয়।
তবে অজ্ঞাত রোগের আক্রান্তদের মাঝে করোনার কোন লক্ষণ দেয়া যায়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী আল্লা কালী কৃষ্ণা শ্রীনিবাস বলেছেন, অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের সবারই করোনা নেগেটিভ এসেছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৭০জনকে চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। আর ১৫৭জন এখনো চিকিৎসাধীন রয়েছেন বল কর্মকর্তারা জানিয়েছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী জগমহন রেড্ডি বলেছেন, এ রোগের কারণ অনুসন্ধানে একটি তদন্তদল ইলুরুতে পাঠানো হয়েছে। তিনি নিজেও এ বিষয়ে জানার জন্য ইলূরু সফর করবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে তাতে কোন ধরণের ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
তবে বিরোধীদল তেলেগু দেশম পাটি বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের আহবান জানিয়েছে। তারা বলছে দূষণের কারণই এ ধরণের রোগ দেখা দিয়েছে।