দায়িত্ব গ্রহণের ১০০ দিনে বাইডেনের ১০০ মিলিয়ন টিকার প্রতিশ্রুতি
|| বিজনেস ইনসাইডার
ঢাকা (৯ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রণের ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। মঙ্গলবার ডেলাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাইডেন দায়িত্ব নেয়ার পরকরোনাভাইরাস মোকাবেলায় তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরে এ তথ্য জানান। খবর বিবিসি।
জো বাইডেন বলেছেন, ক্ষমতা গ্রহণের পর প্রথম মাসগুলোতে হয়তো মহামারি শেষ হয়ে যাবে না। এ সময়ে নতুন কৌশল গ্রহণ করবেন। তিনি বলেন, কোভিড ১৯ এর গতি তিনি বদলে দেবেন। তিনি বলেন, আমরা খুব দ্রুত এ ঝামেলায় জড়িয়ে পড়িনি। এখান থেকে খুব দ্রুত বেরও হতে পারবো না।
জো বাইডেন মঙ্গলবার তার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর তিনি আমেরিকানদের প্রতি আহবান জানাবেন, তারা যেন '১০০ দিনের জন্য মাস্ক ব্যবহার করেন।'
মঙ্গলবারের এ রিপোর্টের পর ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন এবং আমেরিকানদের জন্য সরবরাহের পথ সহজ করেছে। বৃহস্পতিবার আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ করোনাভাইরাসের টিকার জরুরী ব্যবহারের অনুমতি দিতে পারে। তবে আমেরিকার শীর্ষ সংক্রমন রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউজি বলেছেন, আগামী সপ্তাহ নাগাদ দেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে হোয়াইট হাউসে অপারেশন ওয়ার্প স্পিড নামে পরিচিত কোভিড ভ্যাকসিনেশন কর্মসূচির সদস্যদের সাথে বৈঠক করেছেন এবং ভ্যাকসিনকে অনুমোদন দেয়ার উদ্যোগের প্রশংসা করেছেন। ট্রাম্প প্রশাসন আশা করছে জানুয়ারির মাঝামাঝি নাগাদ দেশের ২৪ মিলিয়ন মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।