Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

শনিবার

০৯ নভেম্বর ২০২৪


২৫ কার্তিক ১৪৩১,

০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩২, ১২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৩৪, ১২ ডিসেম্বর ২০২০
ট্রাম্পের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

ছবি: বিবিসি

ঢাকা (১২ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রে চার রাজ্যের নির্বাচনের ফল বাতিলের দাবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুক্রবার এক আদেশে সুপ্রিম কোর্ট বলেছে, এ মামলার আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই। খবর বিবিসি।

টেক্সাসে করা এ মামলায় ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া, মিশিগান, পেনসালভেনিয়া এবং উইসকনসিনের নির্বাচনে ফল অবৈধ ঘোষণার আবেদন করেছিলেন। এ চার রাজ্যেই জো বাইডেন জয়লাভ করেছন। ১৮টি রাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং ১২৬ জন রিপাবলিকান কংগ্রেস সদস্য এ মামলায় সমর্থন দিয়েছিলেন।

এ আবেদন প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট শুক্রবার এক সংক্ষিপ্ত রায়ে বলেছেন, এ ধরণের মামলা উত্থাপনের আইনগত অবস্থান টেক্সাসের নেই। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটোন চার অঙ্গরাজ্যের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এ মামলা দায়ের করেছিলেন।  প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সুপ্রিম কোর্টকে নির্বাচনে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের এ আদেশ ট্রাম্পের জন্য একটি বড় বাধা হিসেবে মনে করা হচ্ছে। তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই নির্বাচনে করচুপি হয়েছে বলে দাবি করে আসছেন। তিনি বলেছিলেন নভেম্বরের নির্বাচনের বিষয়টি সুপ্রিম কোর্র্টেই ফয়সালা হবে। এর আগে পেনসালভেনিয়াতেও এক বাক্যে দেয়া রায়ে ট্রাম্পের এ ধরণের আরেকটি মামলা খারিজ করে দিয়েছে।

নির্বাচনের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করে তা বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্যে মামলা করেছেন। কিন্তু কোন মামলাতেই তারা জয়ী হতে পারেননি।

সুপ্রিম কোর্টের এ রায়ের পর এখন ১৪ ডিসেম্বর অঙ্গরাজ্য ইলেক্টোরাল কলেজের আনুষ্ঠানিকভাবে প্রতিটি অঙ্গরাজ্যে ভোট দিতে কোনো বাধা নেই। ইলেক্টোরাল ভোটের ৩০৬টি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন। নির্বাচনে জয়ের জন্য তাঁর প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।

সুপ্রিম কোর্টের আদেশের পর জো বাইডেনের একজন মুখপাত্র বলেছেন, সুুপ্রিম কোর্ট ট্রাম্পের ভিত্তিহীন উদ্যোগ প্রত্যাখান করেছে এতে অবাক হওয়ার কিছু নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে কোনো মন্তব্য না করেই একটি ভিডিও পোস্ট দিয়েছেন ফেসবুক ও টুইটারে। সেখানে ভোট জালিয়াতির একটা ভুয়া ভিডিও চিত্র দেয়া হয়েছে। ওই বার্তায় ট্রাম্প তাঁর সমর্থকদের আইনপ্রণেতাদের ওপর নির্বাচন নিয়ে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়