ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ করোনাভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিবিসি
ঢাকা (১৭ ডিসেম্বর): ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এলিসি প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ৪২ বছর বয়সী প্রেসিডেন্ট এখন সাত দিনের আইসোলেশনে থাকবেন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন বিবিসি।
বিবিসি এক রিপোর্টে জানিয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি এখন সাতদিনের আইসোলেশনে আছেন। তিনি এখনো দেশ পরিচালনার দায়িত্বে আছেন। আপাতত তিনি দূর থেকেই জরুরী কাজগুলো সম্পাদন করবেন। তবে তিনি কিভাবে করোনা আক্রান্ত হলেন সে বিষয় এখনো স্পষ্ট নয়। ম্যাক্রোঁর অফিস জানিয়েছেন প্রেসিডেন্টের কাছাকাছি আসা ব্যক্তিদের শনাক্ত করতে তারা এখন কাজ করে যাচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী জন কাটেক্স এবং পার্লামেন্ট স্পিকার রিচার্ড ফার্নান্ড দুজনেরই সেল্ফ আইসোলেশনে রয়েছেন বলে তাদের অফিস সূত্রে জানা গেছে।
ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সোমবার সাক্ষাতের পর থেকেই ইইউ প্রধান চার্লস মিসেল এবং স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজও সেল্ফ আইসোলেশনে আছেন। করোনাভাইরাস প্রতিহত করতে ফ্রান্সে এ সপ্তাহ থেকেই রাতে কারফিউ জারি করা হয়েছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জনিয়েছে করোনা মাহমারি শুরুর পর এ পর্যন্ত ফ্রান্সে ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে এতে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪০০ জনের বেশি মানুষের।