সৌদি আরবের জল, স্থল ও আকাশ সীমান্ত বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২১ ডিসেম্বর): সৌদি আরবে এক সপ্তাহের জন্য সব ধরণের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে এর স্থল ও জল সীমান্তও বন্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি বার্তা সংস্থা এসপিএ রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। খবর সৌদি গেজেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের কয়েকটি দেশে কোভিড ১৯ নতুন করে ছড়িয়ে পরতে শুরু করায় সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনার আলোকে নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্যের নিরাপত্তার দিকে লক্ষ্য রেখেইে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আকাশপথ বন্ধের পাশপাশি সৌদি আরব এর স্থল এবং জল সীমান্তও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সূত্র জানিয়েছে জরুরী প্রয়োজন ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের সব বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনা করে সতর্কতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে।
সতর্কতার অংশ হিসেবে আরো যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো হচ্ছে:
সব ধরণের যাত্রীর জন্য বাণিজ্যিক ফ্লাইট আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে যে বিদেশি ফ্লাইটগুলো সৌদি আরবে রয়েছে সেগুলো ছেড়ে যেতে পারবে।
স্থল এবং জলপথ দিয়ে সৌদি সীমানায় প্রবেশ এক সপ্তারে জন্য বন্ধ ঘোষণা। এ নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে।
ইউরোপের কোন দেশ বা যেসব দেশে ৮ ডিসেম্বরের পর করোনার প্রাদুর্ভাব বেড়েছে সেখান থাকে সৌদি আরবে আগত প্রত্যেকেকে নিন্মোক্ত নির্দেশ মেনে চলতে হবে:
সৌদি আসার পর থেকে থেকে দু সপ্তাহের জন্য বাধ্যতামূলক সেল্ফ আইসোলেশনে থাকতে হবে।
আইসোলেশনে থাকাকালীন প্রতি পাঁচদিন পরপর করোনার পরীক্ষা করাতে হবে।
ইউরোপের কোন দেশ থেকে এসেছে বা সেসব দেশের ওপর দিয়ে এসেছেন এমন ব্যক্তিদের অবশ্যই করোনার পরীক্ষা করাতে হবে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক এসব পন্থা অনুসরণ এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।