করোনাভাইরাসের টিকা নিলেন জো বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২২ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার খ্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে লাইভ টিভিতে তিনি এ টিকা নেন। একই দিন তার স্ত্রী জিল বাইডেনও টিকা নিয়েছেন। খবর বিবিসি।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের টিকা নেওয়ার বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, যখন টিকা নেযার সময় হবে তখন এটা নেয়ার জন্য প্রস্তুত থাকা উচিৎ এটা দেখানোর জন্যই আমি এ টিকা নিয়েছি। এতে উদ্বেগের কিছু নেই। যেসব বিজ্ঞানী এবং গবেষকরা এটি সম্ভব করার (টিকা উদ্ভাবন) জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের ধন্যবাদ। আমরা আপনাদের কাছে ভীষণ ঋণী।
বাইডেন বলেছেন, সারা দেশে টিকা কর্মসূচি শুরু করার জন্য ট্রাম্প প্রশাসন কৃতিত্বের দাবিদার। তিনি আরো বলেন, তার রানিংমেট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী আগামি সপ্তাহে এ টিকার প্রথম ডোজ নেবেন।
বাইডেনের এটা প্রথম টিকা; করোনাভাইরাসের দ্বিতীয় টিকা দুই সপ্তাহ পর নেবেন তিনি।