Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
৯০০ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল প্রত্যাখান করেছেন ট্রাম্প

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

৯০০ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল প্রত্যাখান করেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৪, ২৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৫৫, ২৩ ডিসেম্বর ২০২০
৯০০ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল প্রত্যাখান করেছেন ট্রাম্প

ছবি: বিবিসি

ঢাকা (২৩ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে পাস হওয়া প্রায় ৯০০ বিলিয়ন ডলারের করোনা প্রণোদনা বিল ‘অপব্যয়’ বলে উল্লেখ করে প্রত্যাখান করেছেন। সেই সঙ্গে তিনি বিলটি সংশোধনের জন্য কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন। খবর বিবিসি।

টুইটারে এক ভিডিও বার্তায় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কংগ্রেসের পাশ হওয়া এ প্যাকেজটি সত্যিকার ‘অর্থেই অপমানজনক’, এতে অপচয়মূলক আইটেমে পরিপূর্ণ। তিনি বলেন, একে কোভিড সহায়তা বিল বলা হচ্ছে। অথচ এর সঙ্গে কোভিডের সম্পর্ক নেই।

৯০০ বিলিয়ন ডলারের এ বিলে প্রত্যেক আমেরিকানের জন্য এক কালীন ৬০০ ডলার করে দেয়ার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, এ অর্থের পরিমান হওয়া উচিৎ ২০০০ ডলার।

২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা থেকে সরে যাচ্ছেন ট্রাম্প। কংগ্রের মাধ্যমে পাশ হয়ে আসা এ বহুল আলোচিত বিলটি সোমবার রাতে তিনি স্বাক্ষরের মাধ্যমে পাশ করবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু মঙ্গলবার রাতে হোয়াইট হাউস থেকে আসা বার্তায় ট্রাম্প বলেছেন এ বিলে অন্য দেশে যে অর্থ ব্যয় করার প্রস্তাব করা হয়েছে সেটা খেটে খাওয়া আমেরিকার জনগণের জন্যই ব্যয় করা উচিৎ।

ট্রাম্প বলেছেন, এ বিলে কম্বোডিয়াকে সহযোগিতার জন্য ৮৫.৫ মিলিয়ন ডলার, বার্মাকে ১৩৪ মিলিয়ন ডলার, ১.৩ বিলিয়ন ডলার মিশরের সামরিক বাহিনীর জন্য যে অর্থ ব্যয় হবে রাশিয়া থেকে অস্ত্র কিনতে, পাকিস্তানের গণতন্ত্র এবং জেন্ডার প্রোগ্রামের জন্য ২৫ মিলিয়ন ডলার, বেলিজা, কোস্টারিকা, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং পানামার জন্য বরাদ্দ করা হয়েছে ৫০৫ মিলিয়ন ডলার।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রশ্ন তুলে বলেন কেনেডি সেন্টার নামে ওয়াশিনটনের যে পারফরমিং আর্টস কমপ্লেক্স এখনো চালু করা হয়নি, সেটার জন্য ৪০ মিলিয়ন ডলার কেন বরাদ্দ করা হবে? কেন রাজধানীর বিভিন্ন যাদুঘর এবং গ্যালারির জন্য এক বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হবে?

অবশেষে ট্রাম্প বলেন, বিভিন্ন রাষ্ট্র, লবিস্ট এবং বিশেষ আগ্রহের ক্ষেত্রে কংগ্রেস প্রচুর অর্থ বরাদ্দের তাগিদ অনুভব করেছে। অথচ আমেরিকার যেসব জনগণের সত্যিকার অর্থেই অর্থ প্রয়োজন তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে নূন্যতম অর্থ। এ অবস্থায় আমেরিকার প্রতি দম্পতির জন্য হাস্যকর ৬০০ ডলারের পরিবর্তে ২০০০ থেকে ৪০০০ ডলার বরাদ্দ করার নির্দেশ দিচ্ছি।

একই সঙ্গে আমি কংগ্রেসকে অপচয় এবং অপ্রয়োজনীয় আইটেম বাদ দিয়ে সংশোধনের মাধ্যমে বিলটি পাঠানোর অনুরোধ করছি। অন্যথায় পরবর্তী প্রশাসনই কোভিড রিলিফ প্যাকেজ ঘোষণা করবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের এ বক্তব্যে ক্যাপিটল হিল স্তম্ভিত। তার এ বিবৃতির ফলে বহুল প্রতীক্ষিত বিলটি আবার অনিশ্চিয়তার মুখে পড়ল। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়