যুক্তরাজ্যে করোনার আরেকটি নতুন রূপ শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (২৪ ডিসেম্বর): ব্রিটেনে করোনাভাইরাসের আরও একটি নতুন রূপ শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাজ্যে যাওয়া দুই যাত্রীর দেহে এটি শনাক্ত হয়েছে বলে বুধবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন। খবর ডেইলি মেইল, বিবিসি।
ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে হ্যানকক বলেছেন, ‘৫০১ওয়াই.ভি২ নামের এ ভাইরাস এখনও অনেক বেশি সংক্রামক এবং নতুন ভাইরাসের তুলনায় এটি আরও বেশি রূপান্তরিত হয়েছে।’
হ্যানকক জানান, আক্রান্ত দুই ব্যক্তিকে ১৪ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। সরকার দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। গত ১৫ দিনের মধ্যে যারাই দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন কিংবা দক্ষিণ আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন তাদেরকে অবশ্যই দ্রুত কোয়ারেন্টাইনে যেতে হবে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নতুন রূপটি অনেক বেশি উদ্বেগজনক, কারণ এটি এখনও অনেক বেশি সংক্রামক। যুক্তরাজ্যে যে নতুন ধরণটি পাওয়া গেছে এটি তারচেয়েও বেশি রূপান্তরিত হয়েছে। তবে লন্ডন এবং উত্তর পশ্চিমে নতুন যে ভাইরাসের অস্তিত্ব এর আগে পাওয়া গেছে সে গুলোর সঙ্গে এ ঘটনার কোন সম্পর্ক নেই। ’
এ ভাইরাসের ব্যাপারে তথ্য জানানোর জন্য স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্যিকার সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
পাবলিক হেল্থ ইংল্যান্ডের ডা. সুসান হপকিন বলেছেন, যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকাতে করোনাভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেগুলো একেবারেই আলাদা। দুটো ধরণই আরো বেশি সংক্রামক এবং ভিন্ন ভাবে রূপান্তরিত। ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যুক্তরাজ্যে যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে সেটার বেশি তথ্য আমাদের কাছে রয়েছে। কারণ সেটি নিয়ে আমরা সমীক্ষা এবং গবেষণা করছি। দক্ষিণ আফ্রিকাতে পাওয়া ভ্যারিয়েন্ট নিয়ে আমরা এখনো জানার চেষ্টা করছি। আমরা নিশ্চিত যে, আমাদের যে সিস্টেম রয়েছে সেটা দিয়ে এর বিস্তার রোধ করতে সক্ষম হবো।
প্রসঙ্গত, গত সপ্তাহে যুক্তরাজ্যে করোনার নতুন একটি রূপ শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনার যে রূপটি শনাক্ত হয় এটি তারচেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।