Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ

বৃহস্পতিবার

১৪ নভেম্বর ২০২৪


৩০ কার্তিক ১৪৩১,

১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৫, ২৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৪২, ২৭ ডিসেম্বর ২০২০
বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৭ ডিসেম্বর): যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন রূপটি এখন জাপান, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশসহ বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি।

ব্রিটেন থেকে এসেছেন এবং নতুন করোনাভাইরাসে আক্রান্ত এমন অনেকেরই সন্ধান পাওয়া গেছে স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন  এবং ফ্রান্সে। তবে কর্মকর্তারা বলছেন কানাডার অন্টারিওতে নতুন করোনাভাইরাসে আক্রান্ত এমন এক দম্পতির সন্ধান পাওয়া গেছে যারা কখনো দেশের বাইর  ভ্রমনও করেননি বা ঝুঁকিতে রয়েছে এমন কারো সঙ্গেও মেশেননি। এই দম্পতিকে আইসোলেশনে রাখা হয়েছে।

এ অবস্থায় জাপান অনাবাসী বিদেশীদের জন্য সোমবার থেকে এক মাসের জন্য জাপানে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করছে। যুক্তরাজ্য থেকে আগত পাঁচজনের মাঝে নতুন করোনাভাইরাস শনাক্তের পর জাপানে স্থানীয় ভাবে আক্রান্ত আরো দুজনকে শনাক্ত করেছে। নতুন করে আক্রান্ত দুজনের মধ্যে এক জন পাইলট রয়েছেন। তিনি গত ১৬ ডিসেম্বর লন্ডন থেকে জাপানে ফিরেছিলেন। ২০ বছরের এক তরুণীর দেহে নতুন রূপটি শনাক্ত হলেও তার কোনো ভ্রমণ ইতিহাস নেই।

স্পেনের মাদ্রিদে শনাক্ত হওয়া চার জনের অবস্থা গুরুতর। সুইজারল্যান্ডে যে তিন জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুজন ব্রিটেনের নাগরিক। ইউরোপের দেশগুলোর মধ্যে তেবল সুইজারল্যান্ডই যুক্তরাজ্যের সঙ্গে তাদের বিমান চলাচলা অব্যাহত রেখেছে। সুইডেনে যুক্তরাজ্য থেকে ফেরার পর এক জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

ফ্রান্সও জানিয়েছে যুক্তরাজ্য থেকে ১৯ ডিসেম্বর ফেরা একজনের শরীওে কোভিডের নতুন রূপটি শনাক্ত কর হয়েছে। এখন তাকে নিজের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ভাইরাসের নতুন রূপ দেখা দেয়ার পরপরই ফ্রান্স যুক্তরাজ্যের সঙ্গে এর বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল। কিন্তু বুধবার থেকে ইইউ নাগরিকদের জন্য সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এছাড়া ডেনমার্ক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং অষ্ট্রেলিয়াতেও কোভিডের নতুন ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে।

চলতি মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যে করোনার নতুন রূপটি প্রথম শনাক্ত হয়। নতুন এই রূপটি গত বছর চীনের উহানে শনাক্ত হওয়া ভাইরাসটির তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। পরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় দুটি নতুন রূপ।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যারাই যুক্তরাজ্য সফর করেছিলেন দেশে ফেরার পর তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ইতোমধ্যে কানাডা, জাপান, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনার নতুন রূপটি। এর আগে ডেনমার্ক, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ায় এই ভাইরাস শনাক্ত হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়