পরবর্তী মহামারি আরও ভয়াবহ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ফাইল ছবি
ঢাকা (২৯ ডিসেম্বর): সারা বিশ্বে আরেকটি ভয়াবহ মহামারি ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার এক সিনিয়র কর্মকর্তা। সোমবার কোভিড ১৯ নিয়ে এ বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
সংস্থার জরুরি কর্মসূচির প্রধান ডা. মাইক রায়ান বলেন, বিশ্বব্যাপী আরেকটি ভয়াবহ মহামারি ছড়িয়ে পড়ার বাস্তবিক আশংকা রয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে আমাদের সম্মিলিত ভাবে কাজ করা প্রয়োজন। কেননা, আমরা প্রতিনিয়ত জটিল হয়ে যাওয়া একটি সমাজ ও একটি ভঙ্গুর গ্রহে বাস করছি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভিড ১৯ বিষয়ক টেনিক্যাল টিমের প্রধান ডা. মারিয়া ভ্যান বলেন, অনেক দেশ রয়েছে, যারা উচ্চ আয়ের ধনী দেশ নয়। কিন্তু তারা কোভিড ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তারা সম্মিলিত ভাবে এ ভাইরাসের মোকাবেলা করেছে।
ডা. মারিয়া ও রায়ান আগামীতে এ ধরণের স্বাস্থ্য সংকট মোকাবিলার প্রস্তুতি হিসেবে উদ্ভাবনী প্রযুক্তির সকল সুবিধা নিয়ে বিশ্বকে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়ার আহবান জানান। এছাড়া জনগণ যাতে নিজেদের নিরাপদ রাখতে পারেন, সেজন্য তাদেরকেও এসবের সঙ্গে সম্পৃক্ত করার আহবান জানান।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গ্যাব্রোয়াসুস বলেন, ভাইরাসের নতুন রূপ ছড়িয়ে পড়ার সক্ষমতা, মানুষকে অসুস্থ করা অথবা পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার গুরুত্বপূর্ণ প্রভাব, চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে প্রতিদিনই গবেষণা করে যাচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।