ভারতের বিভিন্ন রাজ্যে টিকা সরবরাহ শুরু
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বুধবার বিভিন্ন শহরে পাঠানো শুরু হয়েছে। ছবি: এনডিটিভি
ঢাকা (১৩ জানুয়ারি): সারা ভারতে শনিবার শুরু হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি। বিশ্বের সবচেয়ে বড় এ অভিযান শুরুর আগে ভারতের বিভিন্ন স্থানে এ টিকা পাঠানোর মাধ্যমে সরবরাহ শুরু হয়েছে। সেরাম ইন্সটিটিউট মঙ্গলবারই তাদের টিকা বিভিন্ন এলাকাতে পাঠাতে শুরু করেছে। আর ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বুধবার সকাল থেকে দিল্লিসহ আরো ১০টি শহরে পাঠানো শুরু হয়েছে।
কোভ্যাক্সিনের প্রথম চালানটি দিল্লিতে পাঠানো হয়েছে এয়ার ইনডিয়ার মাধ্যমে। এতে ৮০.৫ কেজি করে তিনটি বাক্স ছিল বলে এনডিটিভি জানিয়েছে। বার্তা সংস্থা এনএনআইকে একজন কর্মকর্তা বলেছেন, বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে এয়ার ইনডিয়ার মাধ্যমে ভারত বায়োটেকের ভ্যাক্সিনের প্রথম চালানটি হায়দারাবাদ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে।
দিল্লি ছাড়া এ ভ্যাক্সিন পাঠানো হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, পাটনা, জয়পুর এবং লক্ষেèৗতে। আজই হায়দারাবাদ থেকে ১৪টি চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্যানুযায়ী, ভারত বায়োটেক তৈরী করছে ৫৫ লাখ কোভ্যাক্সিন। আর সেরাম ইনস্টিটিউট তৈরী করছে ১ কোটি ১০ লাখ ডোজ কোভিডশিল্ড।
ভারত বায়োটেক ৩৮ দশমিক ৫ লাখ ডোজ কোভ্যাক্সিন প্রতিটির জন্য ২৯৫ রুপি করে দাম নিচ্ছে। ইনডিয়ান কাউন্সিল অব মেডিক্যালল রিসার্চেও সহযোগি প্রতিষ্ঠান ভারত বায়োটেক কেন্দ্রিয় সরকারকে ১৬ দশমিক ৫ লাখ ডোজ টিকা বিনামূল্যে দিচ্ছে।
কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত ৫৪,৭২,০০০ ডোজ ভ্যাক্সিন পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার বলেছেন ১৪ জানুয়ারির মধ্যেই সব রাজ্যে ১০০ ভাগ ভ্যাক্সিন পৌঁছে যাবে।