ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪২
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৫ জানুয়ারি): ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪২ জন নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন। রিখটার স্কেলে শুক্রবার সকালের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২। খবর আল জাজিরা।
রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পর অন্তত ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
মাজেনের উত্তরে একটি হাসপাতাল ধসে পড়েছে। এর ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন ডজন খানেক রোগী ও স্টাফ। মুমুজু শহরের উদ্ধারকারী সংস্থার কর্মী আরিয়ান্তো বলেছেন, ‘হাসপাতাল পুরোপুরি ধসে পড়েছে। ধ্বংসস্তুপের নিচে অনেক রোগী ও হাসপাতাল কর্মী চাপা পড়েছেন। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।’
ভূমিকম্পে নিহতদের মধ্যে অন্তত ২৬ জন মুমুজু শহরের। বাকি ৮ জন পশ্চিম সুলাবেসির বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপিকে মুমুজুর দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আলী রহমান বলছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকে ধ্বংসস্তুপের নিচে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, একটি হোটেল ও পশ্চিম সুলাবেসির গভর্নরের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। কিছু রাস্তার ক্ষয়ক্ষতি হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যহত হয়েছে।
সাত সেকেন্ড স্থায়ী এই শক্তিশালী ভূমিকম্পের পর পর আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়। শুরুতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। দেশের আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি পরে জানায়, আফটার শকের কারণে সুনামি হলেও হতে পারে। তাই ওই অঞ্চলের বাসিন্দাদের পূর্ব সতর্কতা অনুযায়ী উঁচু জায়গায় যেতে আহ্বান করা হয়েছে।