সন্ত্রাসবাদকে দায়ী করলেন মেয়র
ফ্রান্সে গীর্জায় ছুরি হামলায় নিহত তিন
বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার
নিসে হামলার পরপরই হামলাকারীকে আটক করা হয়েছে। ছবি: বিবিসি
ঢাকা (২৯ অক্টোবর): ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার শহরের কেন্দ্রস্থলে একটি গীর্জায় চালানো এ হামলায় দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। নিসের মেয়র ক্রিস্টিয়ান অ্যাস্ত্রোসি নটরডোম বেসিলিকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।
বিবিসি জানিয়েছে, গীর্জায় প্রার্থনা করতে আসা বয়স্ক এক নারীকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। হামলার পরপরই হামলাকারীকে আটক করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, নিহত দুজনকেই গীর্জার ভেতর হামলা করা হয়েছে। হামলার পর এক বৃদ্ধা নারী এবং একজন পুরুষকে গীর্জার ভেতরে শিরচ্ছেদ অবস্থায় পাওয়া গেছে। একাধিকবার ছুরিকাঘাতের পর গীর্জা থেকে এক নারী পালিয়ে পাশের একটি ক্যাফেতে যেতে সক্ষম হলেও তিনি পরে মারা গেছেন।
নিসের মেয়র অ্যাস্ত্রোসি এ হামলাকে ‘ইসলামো ফ্যাসিমো’ বলে উল্লেখ করে বলেন, হামলাকারী আঘাত করার সময় বার বার আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিল। পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ছুরি নিয়ে এ হামলা করা হয়েছে। এতে নিহত হয়েছে তিনজন। আর গীর্জার ভেতরে থাকা নারীকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
এর আগে ১৬ অক্টোবর স্যামুয়েল প্যাটি নামের এক স্কুল শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ম্যাক্রোঁর নিন্দায় ব্যস্ত। এ নিন্দা-বিতর্ক এবং উত্তেজনার মধ্যে চার্চে হামলার এ ঘটনা ঘটলো।
সূত্র: সিএনএন, বিবিসি