Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, ভ্যাকসিন সাইট ‘সাময়িক’ বন্ধ

শনিবার

১৬ নভেম্বর ২০২৪


২ অগ্রাহায়ণ ১৪৩১,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, ভ্যাকসিন সাইট ‘সাময়িক’ বন্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৮, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩০, ৩১ জানুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, ভ্যাকসিন সাইট ‘সাময়িক’ বন্ধ

ডজার স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার পর টিকা কেন্দ্রের বাইরে গাড়ির সারি। ছবি: এপি

ঢাকা (৩১ জানুয়ারি): ভ্যাকসিন বিরোধীদের বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি ভ্যাকসিন দেয়ার সাইট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শনিবার লস অ্যাঞ্জেলস টাইমসের এক রিপোর্টে এ খবর জানা গেছে। খবর এপি. ইউএনবি।

লস অ্যাঞ্জেলস টাইমস কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ সতর্কতা হিসাবে দুপুর ২টার দিকে ডজার স্টেডিয়ামের টিকা কেন্দ্রের প্রবেশপথ বন্ধ করে দেয়।

রিপোর্টে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ভ্যাকসিন বিরোধী এবং ফার-রাইট গ্রুপের সদস্য ছিল। তাদের মধ্যে কয়েকজন কোভিড-১৯ ভ্যাকসিন লক্ষণ ছিল এবং লোকজন যাতে ভ্যাকসিনের ডোজ না নেয়, সেজন্য শ্লোগান দিচ্ছিল। তবে এতে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।

লা ভার্নে থেকে ভ্যাকসিন নিতে আসা জার্মান জাকেজ স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাওয়ার পর ভ্যাকসিন নেয়ার জন্য এক ঘণ্টা অপেক্ষা করেন। তিনি বলেন, এটি একেবারেই ভুল। কয়েকজন বিক্ষোভকারী সাধারণ লোকজনকে লাইনে বলছিলেন করোনাভাইরাস বলে বাস্তবে কিছু নেই এবং এ ভ্যাকসিন বিপজ্জনক।

এক কর্মকর্তা জানান, দমকল বিভাগ স্থানীয় সময় ৩টার দিকে ভ্যাকসিন দেয়ার কেন্দ্র আবার চালু করার কথা জানিয়েছে। সাইটটি সাধারণত সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে।

এটি আবার খুলে দেয়ার পর গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটার বার্তায় বলেছেন, ভ্যাকসিন কর্মসূচি থেকে আমরা সরে আসবো না। এ ব্যাপারে আমাদের কোন হুমকিও নেই। ডজার স্টেডিয়ামের টিকা কেন্দ্র আবার খুলে দেয়া হয়েছে। সেখানে ঠিক মত কার্যক্রম চলছে।  

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই বিক্ষোভকে ‘স্ক্যামডেমিক প্রোটেস্ট / মার্চ’ হিসাবে উল্লেখ করা হয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়