সুচিসহ আটক নেতাদের ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও এনএলডি নেত্রী অং সান সুচি। ছবি সংগৃহীত
ঢাকা (১ ফেব্রুয়ারি): মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের নেত্রী অং সান সুচিসহ আটক নেতাদের ছেড়ে দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। না হলে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে বাইডেন প্রশাসন। স্থানীয় সময় রোববার রাতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে এ হুশিয়ারি দিয়েছেন।
জেন সাকি বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের খবরে যুক্তরাষ্ট্র ‘শঙ্কিত’। তিনি বলেন, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া বা সেখানকার গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করার যে কোন চেষ্টার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র।
সাকি বলেন, আটকদের ছেড়ে না দিলে এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট জো বাইডেনকে মিয়ানমারের পরিস্থিতি সম্পর্কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলাইভান বিস্তারিত ব্রিফ করেছেন বলে সাকি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের হুশিয়ারি আমলে না নিলে মিয়ানমারের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে সাকি স্পষ্ট কিছু জানাননি। তবে মিয়ানমারকে শায়েস্তা করতে আগের মতো এর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনও মিয়ানমারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি শাস্তির ব্যাপারে কিছু বলেননি। তিনি বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা, শান্তি এবং উন্নয়নের প্রশ্নে যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের সঙ্গে রয়েছে। সামরিক বাহিনী যে পদক্ষেপ নিয়েছে অনতিবিলম্বে তাদেরকে সে পথ থেকে ফিরে আসতে হবে।
উল্লেখ্য, সোমবার ভোরে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি, প্রেসিডেন্ট ইউ উইন মিন্টসহ ক্ষমতসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরো কয়েকজন সিনিয়র নেতাকে সেনাবাহিনী আটক করে। এছাড়া সেনাবাহিনী এক বছরের জন্যে দেশে জরুরি অবস্থা জারি এবং একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।