Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মায়ানমারের ইন্টারনেট সেবা বন্ধ

রোববার

১৭ নভেম্বর ২০২৪


৩ অগ্রাহায়ণ ১৪৩১,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মায়ানমারের ইন্টারনেট সেবা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৭, ৬ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২১:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২১
মায়ানমারের ইন্টারনেট সেবা বন্ধ

ইয়াঙ্গুনে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে। ছবি বিবিসি

ঢাকা (ফেব্রুয়ারি): মায়ানমারের সামরিক শাসক দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।  খবর বিবিসি।

ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটবøকস বলেছে, প্রায় সারা দেশেই ইন্টারনেট বন্ধ কার্যকর রয়েছে। সেখানে সাধারণ পর্যায়ে সংযোগ ১৬ শতাংশে নেমে এসেছে।

বিবিসির বার্মিজ সার্ভিসও সারা দেশে ইন্টারনেট বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার সামরিক অভুত্থ্যানের পর মায়ানমারে বড় ধরনের  বিক্ষোভের পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।

ইয়াঙ্গুনে সামরিক বাহিনীর বিরুদ্ধে আয়োজিত এ বিক্ষোভে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র জিন্দাবাদ’ বলে শ্লোগান দেয়া হয়। বিক্ষোভ প্রতিহত করতে দাঙ্গা প্রতিরোধী শিল্ডসহ পুলিশ সারা শহরের রাস্তা বন্ধ করে রাখে।

জনসমাবেশ প্রতিহত করতে ফেসবুক বন্ধ করার একদিন পর শুক্রবার রাতেই কর্তৃপক্ষ টুইটার এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়।

সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। সোমবার অভ্যুত্থানের পরও তারা কিছু সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে রেখেছিল। 

শনিবার কারখানা শ্রমিক এবং শিক্ষার্থীরা মিলে অং সান সুচিসহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে। ইয়াঙ্গুনের রাস্তায় বিক্ষোভের সময় রাস্তার যানবাহন হর্ন বাজিয়ে তাদের সমর্থন জানায়। বিক্ষোভকারীরা পুলিশকে গোলাপ এবং পানির বোতল দিয়ে তাদেরকে সমর্থন করার আহবান জানায়।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়