উত্তরখণ্ডে হিমালয়ের হিমবাহ ধ্বসের ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১৫০
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ভারতের উত্তরখণ্ডে হিমালয়ের হিমবাহ ধ্বস। ছবি: জিনিউজ
ঢাকা (০৮ ফেব্রুয়ারি): ভারতের উত্তরখণ্ডে হিমালয়ের হিমবাহ ধ্বসের কারণে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ১৫০জন নিখোঁজ হয়েছেন। খবর বিবিসি, জিনিউজ।
হিমাবাহ হঠাৎ নদীতে পরায় রবিবার নদীর তীব্র স্রোতে উত্তরখন্ডের চামলি জেলার তপোবন-রেনি এলাকার একটি বাধ ভেঙে যায় এবং ধৌলিগঙ্গা ও অলকানন্দ নদীর পানি পার্শ্ববর্তী ঋষিগঙ্গা পাওয়ার প্রজেক্টে ঢুকে পড়ে। এ ঘটনায় মৃতদের মধ্যে বেশির ভাগই ওই এলাকার দুটি হাইড্রোপ্ল্যান্টের শ্রমিক বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে কয়েক শ’ সেনা, প্যারামিলিটারি সদস্য এবং সামরিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। তবে কি কারণে আকস্মিক এ হিমবাহ ধ্বস হলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ২৫জনকে উদ্ধার করা হয়েছে।
হিমবাহ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় বলেছেন, উত্তরখণ্ডের পরিস্থিতির ওপর তিনি সজাগ দৃষ্টি রাখছেন। তিনি লিখেছেন, এ ঘটনার সর্বশেষ অগ্রগতি, উদ্ধার এবং ত্রাণ তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রাখছি।