সুচির মুক্তির দাবিতে রাস্তায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
তৃতীয় দিনের মতো গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিক্ষোভ চলছে। ছবি: বিসিবি
ঢাকা (০৮ ফেব্রুয়ারি): মায়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে এবার সারা দেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে এসেছেন। সোমবার তৃতীয় দিনের মতো গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে তাদের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। খবর বিবিসি।
সারাদেশে বিক্ষোভের পাশাপাশি ইয়াঙ্গুন ও মান্ডালে শহরে সোমবার হাজার হাজার জনতা বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভকারীদের প্রতিহত এবং উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় রাজধানী নেপিদোতে জলকামান মোতায়েন করা হয়েছে।
বিবিসির বার্মিজ সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে রাজধানী নেপিদোতে হাজার হাজার জনতার সমাবেশের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলেও এ ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। সোমবারের বিক্ষোভে অংশ গ্রহনকারীদের মধ্যে শিক্ষক, আইনজীবি, ব্যাংক কর্মকর্তাসহ সরকারী কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন। ইয়াঙ্গুনের শহরতলীতে প্রায় হাজার খানেক শিক্ষক মিছিল করে মায়ানমারের প্রধান শহরের কেন্দ্রবিন্দু বলে পরিচিত সুল প্যাগোডার দিকে অগ্রসর হয়েছেন।
অনলাইনে বিভিন্ন শ্রেণিপেশার কর্মীদের কাজ বাদ দিয়ে বিক্ষোভে অংশ নেয়ার আহবান জানানো হয়েছে।
২৮ বছরের গার্মেন্ট কর্মী নিন থাজিন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আজ আমাদের অফিস খোলা। কিন্তু বেতন কাটা হলেও আমরা কাজে যাচ্ছি না।
নেপিদোতে বিক্ষোভকারীদের হটাতে জলকামান ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা চোখ রগড়াচ্ছেন এবং জলে ভিজে যাওয়ার পর একে অপরকে সাহায্য করছেন। তাৎক্ষণিক ভাবে আর বড় ধরনের কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।