মায়নামারে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিসিবি
ঢাকা (১১ ফেব্রুয়ারি): মায়নামারের সামরিক অভ্যুত্থানকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক নেতৃবৃন্দ, তাদের পরিবারের সদস্য এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে বিবিসি রিপোর্টে জানিয়েছে।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে রক্ষিত মায়ানমার সরকারের এক বিলিয়ন ডলারেও সামরিক বাহিনী প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন মায়ানমারের সামরিক বাহিনীকে বর্তমান অবস্থান থেকে সরে আসার আহবান জানিয়েছেন। এছাড়া তিনি অং সান সুচিসহ অন্য বেসামরিক নেতৃবৃন্দেরও মুক্তি দেয়ার আহবান জানিয়েছেন।
মায়ানমার পরিস্থিতিতে প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপের আহবানের হুঁশিয়ারি দিয়ে বাইডেন আরো বলেছেন, বার্মার জনতা তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করছে। আর বিশ্বও তাদের পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, বিক্ষোভ বাড়ছে, সেই সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে সহিংসতা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এসব বন্ধের আহবান জানাচ্ছি।
প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এ সপ্তাহেই মার্কিন প্রশাসন অবরোধের প্রথম পর্যায়ের লক্ষ্য নির্ধারণ করবে। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃশংসতার কারণে মায়ানমারের বেশ কিছু সামরিক নেতৃবৃন্দকে ইতোমধ্যেই মার্কিন প্রশাসন কালো তালিকাভুক্ত করেছে।
তিনি বলেন, মায়ানমারের রফতানির ওপর আমরা কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছি। বার্মিজ সরকারের জন্য লাভজনক হবে এমন মার্কিন সম্পদ আমরা জব্দ করব। তবে বার্মার জনগণের জন্য সরাসরি লাভজনক বা সহায়ক হবে এমন সব ক্ষেত্র সেই সঙ্গে স্বাস্থ্য সেবা, গণতান্ত্রিক সংগঠনের প্রতি আমাদের সমর্থন অব্যহত থাকবে।
মায়ানমারের রাজধানীতে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এক নারীর মাথায় গুলি করার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার মাথায় গুলি বিদ্ধ মায়ে থাওয়ে খিং এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।