সৌদিতে আবিরণ হত্যা মামলায় গৃহকর্ত্রীর মৃত্যুদন্ড
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার
আবিরন বেগম, ছবি: সংগৃহীত
ঢাকা (১৫ ফেব্রুয়ারি): সৌদি আরবের রিয়াদের ক্রিমিনাল কোর্ট গতকাল রবিবার বহুল আলোচিত আবিরণ হত্যা মামলার রায় ঘোষণা করেছে। আদালত এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের মৃত্যুদন্ডসহ ভিন্ন ভিন্ন শাস্তির আদেশ দিয়েছে। সোমবার প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মামলার প্রধান আসামী গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে ইচ্ছাকৃত ও সুনির্দিষ্টভাবে হত্যাকান্ড সংঘটনের দায়ে আদালত ‘কেসাস’ (জানের বদলে জান) এর রায় প্রদান করেছে।
অপর দুই আসামীর একজন গৃহস্বামী বাসেম সালেমের বিরুদ্ধে হত্যাকান্ডের আলামত ধ্বংস, গৃহকর্মীকে নিজ বাসার বাহিরে অবৈধভাবে কাজে পাঠানো ও গৃহকর্মীর চিকিৎসার ব্যবস্থা না করার অভিযোগে আদালত ৫০ হাজার সৌদি রিয়েল জরিমানাসহ বিভিন্ন মেয়াদে মোট ৩ বছর ২ মাস কারাভোগের আদেশ দিয়েছে।
আদালত মামলার আরেক আসামী ওয়ালীদ বাসেদ সালেমকে ৭ মাস কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দিয়েছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যান উইং এই বিচারকার্য তরান্বিত করতে ভূমিকা পালন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রবাসী কর্মীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিশেষ করে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় থেকে সকল সহযোগিতা প্রদান করার কথা জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।