মায়নামারে জনতার বিক্ষোভে গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
মায়ানমারে অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। ছবি: বিবিসি
ঢাকা (২০ ফেব্রুয়ারি): মায়নামারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে জনতার বিক্ষোভে গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যম ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে শনিবারের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ তাজা গুলি ছোড়ে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
রিপোর্টে বলা হয়েছে, মান্দালের একটি শিপইয়ার্ডে বিক্ষোভের উদ্দেশ্যে কয়েকশ’ জনতা সমবেত হয়েছিলেন। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে তাজাগুলি এবং রাবার বুলেট ব্যবহার করে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
পুলিশের গুলিতে আহত হাসপাতালে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু শনিবারের বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে। নিহত ওই নারীকে পুলিশ মাথায় গুলি করেছিল বলে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।