করোনার টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
করোনার ভাইরাসের টিকা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টুইটার
ঢাকা (১ মার্চ):
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। ভারতের স্থানীয় সময় সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে তিনি এ টিকা নেন। খবর টাইমস অব ইনডিয়া, হিন্দুস্থান টাইমস।
টিকা নেওয়ার পর তিনি একটি ছবিও টুইটারে পোস্ট করেছেন। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, এআইআইএমএস এ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াই জোরদার করতে যেভাবে কাজ করেছে তা উল্লেখ করার মতো। যারা কোভিড টিকা নেওয়ার উপযোগি তাদের সবাইকে আমি টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি। আসুন সবাই মিলে ভারতকে কোভিড-১৯ মুক্ত করি।
নরেন্দ্র মোদি ভারতের তৈরি টিকা কোভ্যাকসিন নিয়েছেন। ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল) এ টিকা তৈরি করেছে।
টিকা নেওয়ার সময় প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকারী দুই নার্সের সঙ্গে কথাও বলেছেন। প্রধানমন্ত্রীকে টিকাদানকারী নার্স ডি নিভেদা মিডিয়াকে বলেছেন প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেছেন, তিনি কোন প্রদেশের। টিকা নেওয়ার পর প্রধানমন্ত্রী আরও বলেন, ‘লাগা ভি দিয়া অর পাতা ভি নেহি চালা (দেওয়া হয়ে গেল, আর বুঝতেই পারলাম না)।’
টিকা নেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘাড়ে একটা লাল গামছা দেখা গেছে। এটি আসামের এক নারী তাকে আশীর্বাদের প্রতীক হিসেবে তাকে দিয়েছিলেন। এরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে তাকে এ গামছা নিয়ে হাজির হতে দেখা গেছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এআইআইএমএস হাসপাতালে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।
১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকা কর্মসূচি। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাদান কর্মসূচি। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এআইআইএমএস হাসপাতালে মোদিকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।
১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকা কর্মসূচি। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাদান কর্মসূচি। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেওয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।