মায়ানমারে বিক্ষোভে গুলিতে নিহত নয়
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস নিক্ষেপ
ঢাকা (০৩ মার্চ): মায়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর এলোপাথারি গুলিতে নয়জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী এবং মিডিয়া রিপোর্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার মায়ানমারের বেশ কয়েকটি শহরে জান্তা বিরোধী বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কোন ধরণের হুশিয়ারি ছাড়াই বিক্ষুব্ধ জনতার ওপর এলোপাথারি গুলি চালিয়েছে।
মায়নামারের মধ্যাঞ্চলের মিংগিয়ান শহরে বিক্ষোভকারীদের নেতা সি থু মাং রয়টার্সকে বলেন, তারা আমাদের দিকে তেড়ে আসে এবং কাঁদানো গ্যাস নিক্ষেপ করে। এরপর আবার তেড়ে এসে স্টান গ্রেনেড ব্যবহার করে। এ অবস্থায় তারা কোন ধরনের জলকামান ব্যবহার বা সবাইকে ছত্রভঙ্গ করতে কোন হুশিয়ারি দেয়নি। কেবল গুলি চালিয়েছে।
এ ঘটনায় মিংগিয়ান শহরে এক কিশোর নিয়ত হয়েছে। তবে মনিওয়া শহরে এক নারীসহ মোট পাঁচজন নিহত হয়েছেন বলে দাবী করেছেন মনিওয়া গেজেটের সম্পাদক দিট সার। তিনি রয়টার্সকে বলেন, পরিবারের সদস্য এবং ডাক্তারকে কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩০জন আহত হয়েছেন। এদের মধ্যে অনেকেই এখনো চেতনাহীন।
এছাড়া দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীর সূত্রে রয়টার্স জানিয়েছে। আর ইংয়াঙ্গুনে পুলিশের এলোপাথারি গুলিতে একজন নিহত হয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের মুখপাত্রকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।