Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১১, ৫ নভেম্বর ২০২০   আপডেট: ০০:০০, ৬ নভেম্বর ২০২০
বাইডেন ২৬৪, ট্রাম্প ২১৪

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা, (৫ নভেম্বর) : উইসকনসিনের পর মিশিগানে জিতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন চূড়ান্ত জয়ের পথে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের লক্ষ্যে এখন এগিয়ে আছেন জো বাইডেন। আর ৬টি ইলেকটোরাল ভোট পেলেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাইডেন। ইতোমধ্যে তিনি বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫০ ভোটে এগিয়ে আছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যের ভোট গননা এখনো বাকি রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটিতে এগিয়ে আছেন বাইডেন। সিএনএন বলছে বাইডেন পেয়েছেন ২৫৩টি ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট। আর বিবিসি জানিয়েছে, ৫০টি রাজ্যের মধ্যে ৪৩টির ঘোষিত ফলে দেখা যাচ্ছে বাইডেন পেয়েছেন ২৪৩টি আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।

এদিকে চূড়ান্ত বিজয়ের আগেই ট্রানজিশনাল ওয়েবসাইট চালু করেছেন বাইডেন। কোনো প্রার্থী যখন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করে, তখন পরের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি ট্রানজিশনাল দল প্রস্তুত করেন। ওয়েবসাইটে বলা হয়েছে: “মহামারি থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্ণ বৈষম্যমূলক অবিচার পর্যন্ত বহু সমস্যায় জর্জরিত আমেরিকা। আর ট্রানজিশনাল দল এখন থেকেই সমস্যা সমাধানে প্রস্তুতি নেয়া শুরু করবে যেন দায়িত্ব নেয়ার পর প্রথম দিন থেকেই কাজ শুরু করতে পারে।”

এদিকে উইসকসিন রাজ্যের ভোট পুনরায় গননার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্পের প্রচারণা শিবির। আর মিশিগান রাজ্যের ভোট গননা বন্ধ করতে মামলা করেছে তারা।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়