মার্কিন নির্বাচন: জেতার আগেই রেকর্ড করলেন বাইডেন
আর্ন্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: জো বাইডেন, নিউইর্য়ক টাইমস
ঢাকা (৫ নভেম্বর) : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ তথ্য অনুযায়ী এগিয়ে আছেন জো বাইডেন। চুড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের আগেই মার্কিন ইতিহাসে রেকর্ড গড়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন। খবর বার্তা সংস্থা এপি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে বাইডেন এরইমধ্যে সবোর্চ্চ সংখ্যক ভোট পেয়ে রেকর্ড গড়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত বাইডেন পেয়েছেন ৭ কোটি ৩ লাখ ৩০ হাজার ভোট।
এর আগে ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৫ লাখ ভোট পেয়ে এই রেকর্ডের অধীকারী ছিলেন।
এদিকে, বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্যের হিসেবে বাইডেনের ভোটের সংক্যার আরও বেড়ে দাড়িয়েছে সাত কোটি ২১ লাখের উপর। আর রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন প্রায় ৬ কোটি ৮৮ লাখ।
মার্কিন প্রেসিডেন্টের আসনে বসতে ৫৩৮টি ইলেক্টোরালের মধ্যে ২৭০টি পেতে হবে প্রতিদ্বন্ধি দুজনের যেকোন একজনকে। সর্বশেষ খবর অনুযায়ী বাইডেন ভোট সংখ্যার পাশাপাশি ইলেক্টোরালেও এগিয়ে আছেন। এখণ পর্যন্ত ফলাফল ঘোষিত ৪৭৮টি ইলেক্টোরালের মধ্যে ২৬৪টি বাইডেন, আর ট্রাম্প ২১৪টি।