নিপীড়ন সত্ত্বেও মায়ানমারে চলছে জনতার বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সু চির ছবি নিয়ে মায়ানমারে শুক্রবার বিক্ষোভ করে জনতা
ঢাকা (১২ মার্চ): মায়ানমারে জান্তা সরকারের দমন নিপীড়নের মধ্যে জনতার বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। শুক্রবারও তারা ইয়াঙ্গুনসহ আরো বেশ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। তবে তাৎক্ষণিক ভাবে কোথাও কোন সহিংসতা বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে জান্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন টুন বৃহস্পতিবার জানিয়েছেন, এনএলডি নেত্রী অং সান সৃুচি সরকারে থাকা অবস্থায় অনৈতিক ভাবে ৬০০,০০০ মার্কিন ডলার এবং স্বর্ণালংকার গ্রহণ করেছেন। এর আগে তার বিরুদ্ধে দুর্র্নীতির অভিযোগ আনা হয়েছে। এখন এসব অভিযোগ যুক্ত করার অর্থ হচ্ছে তাকে কঠোর সাজার সম্মুখীন করা হবে। বর্তমানে তার বিরুদ্ধে অবৈধ ওয়াকিটকি রাখাসহ চারটি ছোটখাট অভিযোগ রয়েছে।
জান্তা মুখপাত্রের এসব অভিযোগের বিষয়টিকে সবচেয়ে হাস্যকর কৌতুক বলে উল্লেখ করেছেন সু চির আইনজীবি খিন মাওং জাও। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তার (অং সান সুচি) হয়তো অন্য আরো কোন দুর্বলতা থাকতে পারে। তবে নৈতিকতা সংক্রান্ত কোন দুর্বলতা তার নেই।
বৃহস্পতিবার জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১২জন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আহবান সত্ত্বেও সমাবেশে গুলি চালিয়েছে জান্তা সরকার।
জান্তার এ ধরণের আচরণে ভীত না হয়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানিয়েছে মায়ানমারের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। ফেসবুকে দেওয়া পোস্টে তারা শুক্রবার রাতে বিক্ষোভের আহবান জানিয়েছে। সেই সঙ্গে দেশ অচল করে দিতে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানানো হয়েছে।