Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ধৈর্য্য ধরুণ, আমরাই জয়ী হব: বাইডেন

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধৈর্য্য ধরুণ, আমরাই জয়ী হব: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৬, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:১৬, ৭ নভেম্বর ২০২০
ধৈর্য্য ধরুণ, আমরাই জয়ী হব: বাইডেন

ছবি: আল জাজিরা

ঢাকা (৭ নভেম্বর): মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন আবারও জয়ের আশা ব্যক্ত করে সমর্থকদের বলেছেন, ধৈর্য্য ধরুন। জয় আমাদের হবেই।  জয়ের পথেই আমরা এগিয়ে যাচ্ছি। দেলাওয়ারে শুক্রবার এক ভাষণে তিনি এ কথা বলেন।

বাইডেন বলেন, আমরা এখনো জয়ের চূড়ান্ত ঘোষণা দিতে পারছি না। তবে ভোটের সংখ্যায় স্পষ্ট হচ্ছে এ দৌড়ে আমরাই জিতব। তিনি বলেন, জাতীয় ভাবে প্রাপ্ত ভোটের সংখ্যার দিকে তাকিয়ে দেখুন। স্পষ্ট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আমরা এ জয়ী হব। গোটা জাতি আমাদের সঙ্গে আছেন। তিনি আরো বলেন, ২৪ বছরের মধ্যে অ্যারিজোনায় প্রথম বারের মতো ডেমোক্র্যাট হিসেবে আমরা জয় পেতে যাচ্ছি। আমি চাই সব ভোট ঠিক মতো গণনা করা হোক।

সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন আরো বলেন, আমরা ৩০ ইলেট্রোরাল ভোট জয়ের পথে রয়েছি। তিনি জোড় দিয়ে বলেন, সিনেটর কমলা হ্যারিস এবং আমি কেবল ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছি না। এর পাশাপাশি আমরা স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গেও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। যাতে খুব সহজেই দায়িত্ব নেয়ার পর অর্থনৈতিক অচলাবস্থা এবং করোনাভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি।      
পেনসিলভেনিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের ওপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র, এখন শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলোতে এগিয়ে আছেন বাইডেন।

এখনও জয়-পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরইমধ্যে ২৫৩টি ইলেকটোরাল ভোট পক্ষে আসা বাইডেনেরই জয়ের আভাস মিলছে। শুধু পেনসিলভেনিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।

তাছাড়া পোস্টাল ভোট গণনা শুরুর পর চিত্র পাল্টাতে থাকায় ডেমোক্র্যাট শিবিরের আত্মবিশ্বাস বেড়েছে। জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ানো যে পেনসিলভেনিয়ায় একদিন আগেও এক লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন ট্রাম্প, সেখানে এখন ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন বাইডেন।

ট্রাম্পকে টপকে যাওয়া আরেক স্টেট জর্জিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে বাইডেন এগিয়ে আছেন ১ হাজার ৬১৬ ভোটে। এছাড়া ৯২ শতাংশ ভোট গণনা হওয়া নেভাডায় ২০ হাজার ১৩৭ এবং ৯৪ শতাংশ ভোট গণনা হওয়া অ্যারিজোনায় ৩৯ হাজার ৭৬৯ ভোটে এগিয়ে আছেন বাইডেন।  
সূত্র: আল জাজিরা

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়