Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় আট সাবেক নৌসেনাকে মুক্তি দিল কাতার

বুধবার

১৫ জানুয়ারি ২০২৫


২ মাঘ ১৪৩১,

১৫ রজব ১৪৪৬

মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় আট সাবেক নৌসেনাকে মুক্তি দিল কাতার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৪  
মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় আট সাবেক নৌসেনাকে মুক্তি দিল কাতার

সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার ও পরে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ভারতীয় নৌবাহিনীর আটজন সাবেক কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ওই আটজন সাবেক কর্মকর্তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। এমনকি তাদের বিরুদ্ধে কোন ধরনের অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়েছিল তা উল্লেখ করেনি। অন্যদিকে কাতার সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওই ভারতীয় নাগরিকদের মধ্যে একজন সাবেক ক্যাপ্টেনও ছিলেন যিনি একটি যুদ্ধজাহাজের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের আগস্ট মাসে ওই সাবেক নৌ কর্মকর্তাদের কাতারের রাজধানী দোহায় গ্রেপ্তার করা হয়েছিল।

গত অক্টোবরে কাতারের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এই খবরে ভারত খুবই মর্মাহত হয়। তবে ডিসেম্বরে এই শাস্তির  মেয়াদ কমিয়ে আনা হয়।

ভারতের ওই আটজন সাবেক নৌ কর্মকর্তা আল দাহরা নামক উপসাগরীয় এক কোম্পানিতে মহাকাশ, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের সাপোর্ট সলিউশনের কাজ করছিলেন।

ভারতের গণমাধ্যম দি হিন্দু জানায় তৃতীয় একটি দেশের হয়ে গুপ্তচরের কাজ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দোয়ে শাস্তি দেওয়া হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়