মায়ানমারে গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে বিক্ষোভকারীরা ব্যারিকেডের পেছনে আশ্রয় নেন। রয়টার্স
ঢাকা (১৯ মার্চ): মায়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৯ বিক্ষোভকারী নিহত হয়েছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে শুক্রবারের এ মৃত্যুর মধ্য দিয়ে সেখানে মৃতের সংখ্যা ২৩০ ছাড়িয়ে গেছে।
আউংবানের মৃতসৎকার সেবা বিভাগের নাম প্রকাশে অনেচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পার্শ্ববর্তী কালাউ শহরে শুক্রবার আটজন নিহত হয়েছেন। সাতজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আর একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।
এ ব্যাপারে জান্তা সরকারের মুখপাত্র তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য করেননি। তবে এর আগে তিনি বলেছেন, একান্ত বাধ্য হলেই নিরাপত্তাবাহিনী কেবল শক্তি প্রয়োগ করে থাকে।
এছাড়া নিউজ পোর্টাল মায়ানমার নাউ জানিয়েছে, উত্তপূর্বাঞ্চলীয় লোইকাউ শহরে গুলি করে এক বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। শুক্রবার ইয়াঙ্গুনের অনেক এলাকাতেও গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মায়ানমারের মানবাধিকার সংগঠন অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, গত কয়েক সপ্তাহের রাজনৈতিক সহিংসতায় মায়নামারে মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে।
জান্তা সরকার এ সপ্তাহে ইয়াঙ্গুনের ছয়টি শহরতলীতে সামরিক আইন জারি করেছে। এর ফলে প্রায় ২০ লাখ মানুষ এখন সরাসরি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
সামরিক আইন জারিকরা এসব এলাকার কিছু কিছু অংশ একেবারে আক্ষরিক অর্থেই যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়েছিল। কেননা, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করতো। আর নিরাপত্তা বাহিনীও বিক্ষোভকারীদের দমন করতে এলোপাথারি গুলি ছুড়তো।