মায়ানমারে অভ্যুত্থানবিরোধী ৬০০ বন্দির মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ৬০০ বিক্ষোভকারীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে মায়ানমার
ঢাকা (২৪ মার্চ): মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ৬০০ বিক্ষোভকারীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে ইনসেইন কারগার থেকে ছয় শতাধিক বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার সময় তারা সবাই আটক হয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারাকর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, কারাগার থেকে আজ ৩৬০ পুরুষ ও ২৬৪ নারীকে আমরা ছেড়ে দিয়েছি।
লিগ্যাল অ্যাডভাইজারি গ্রুপের এক সদস্য বলেছেন, আজ যাদের ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে বিক্ষোভ এবং রাতে কোন কাজে বাইরে বের হওয়ার জন্য আটক করা হয়েছিল।
আইনজীবী খিন মুয়াং জো আরও দুই মক্কেলের শুনানির জন্য কারাগারের কাছেই ছিলেন। তিনি বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় ১৬টি বাসযোগে এসব বন্দিকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তারা নিজেদের বাড়িতে ফিরে যাবেন। মুক্তির পর কোন কোন বন্দি তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
মায়ানমারের অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) বলেছে. ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর জান্তা বিরোধী বিক্ষোভের কারণে কমপক্ষে ২ হাজার মানুষকে আটক করা হয়েছে।
দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে জান্তা সরকার রক্তক্ষয়ী সহিংসতার আশ্রয় নিয়েছে। বিক্ষোভকারীদের আটকের পাশাপাশি গুলি করেও হত্যা করা হচ্ছে। এখন পর্যন্ত মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৬০ আন্দোলনকারী নিহত হয়েছেন।
এদিকে বুধবার রাজধানী নেপিডোতে একটি আদালতের শুনানিতে শান্তিতে নোবেলজয়ী বেসামরিক নেতা অং সান সু চিকে হাজির করা হয়।
এতে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে রাজনৈতিক পদে দায়িত্ব পালন থেকে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে তাকে।
কিন্তু তার আইনজীবী খিন মুয়াং জো বলেন, আগামি ১ এপ্রিল পর্যন্ত শুনানি স্থগিত করা হয়েছে। কারণ জান্তা সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণে সমস্যা হচ্ছে।