রোববার

০৮ সেপ্টেম্বর ২০২৪


২৪ ভাদ্র ১৪৩১,

০৪ রবিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫৬, ১৮ জুলাই ২০২৪  
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির হাসপাতালে

সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রায় ১শ’ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ‘একটানা কাশির জন্য’ সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার তার এক সহযোগী এএফপি’কে এ কথা জানিয়েছেন।
সুফি ইউসুফ বলেছেন, ‘আগামী কয়েকদিন মাহাথিরের চিকিৎসা করা হবে বলে আশা করা হচ্ছে।’

দুই বারের প্রধানমন্ত্রী মাহাথির গত সপ্তাহে ৯৯ বছরে পা রেখেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকটি হার্টের সমস্যায় ভুগছেন এবং বাইপাস সার্জারি করেছেন।

চলতি বছরের শুরুতে প্রায় তিন মাস হাসপাতালে কাটিয়েছেন তিনি।

১৯২৫ সালের ১০ জুলাই জন্মগ্রহণকারী, মাহাথির দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশের চতুর্থ জাতীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ৯২ বছর বয়সে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়