Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সুয়েজ খালে জাহাজ জট: ঘণ্টায় ক্ষতি ৪০ কোটি ডলার 

বুধবার

২০ নভেম্বর ২০২৪


৬ অগ্রাহায়ণ ১৪৩১,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুয়েজ খালে জাহাজ জট: ঘণ্টায় ক্ষতি ৪০ কোটি ডলার 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২২, ২৮ মার্চ ২০২১   আপডেট: ০১:২২, ২৮ মার্চ ২০২১
সুয়েজ খালে জাহাজ জট: ঘণ্টায় ক্ষতি ৪০ কোটি ডলার 

সুয়েজ খালে আটকে আছে মালবাহী জাহাজ ‘এভারগ্রিন’। ছবি: সংগৃহীত

ঢাকা (২৭ মার্চ): সুয়েজ খালে মালবাহী জাহাজ ‘এভারগ্রিন’ আটকে যাওয়ায় প্রতিদিন ৯৬০ কোটি ডলারের পণ্য পরিবহন আটকে আছে। এর ফলে প্রতি ঘণ্টায় ৪০ কোটি ডলারের পণ্য পরিবহন সম্ভব হচ্ছে না। পণ্য পরিবহন বিষয়ক জার্নাল লয়েড’স লিস্টের উদ্বৃতি দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। 

আন্তর্জাতিক পণ্য পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল। লয়েড’স লিস্ট জানায়, এই খালের পশ্চিম দিক দিয়ে প্রতিদিন গড়ে ৫১০ কোটি ডলার ও পূর্ব দিক দিয়ে প্রতিদিন ৪৫০ কোটি ডলারের পণ্য পরিবহন করা হয়।

মঙ্গলবার জাহাজটি সুয়েজ খালের তলানির সঙ্গে আটকে যায়। জাহাজটি সুয়েজ খালের মাঝ বরাবর আটকে যাওয়ায় দুদিক থেকে আর কোনো জাহাজ চলাচল করতে পারছে না। এটি ছাড়ানো জন্য চেষ্টা অব্যাহত থাকলেও এতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে, এভারগ্রিনের কোম্পানি শোয়েই কিসেনের প্রেসিডেন্ট শুক্রবার জাপানের আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সুয়েজ খালে আটকে যাওয়ায় জাহাজের কোন ধরণের ক্ষতি হয়নি। তিনি বলেন, জাহাজে কোন পানি ঢোকেনি। এর রাডার এবং প্রপোলারেরও কোন ক্ষতি হয়নি। সুয়েজ খাল থেকে বের করতে পারলে আবারও জাহাজ যথারীতি চালানো যাবে। জাপানের স্থানীয় সময় শনিবার রাতের মধ্যেই সুয়েজ খাল থেকে এভারগ্রিন মুক্ত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন বলে আশাহি শিম্বুন জানিয়েছে।  

জাহাজটি পরিচালনার দায়িত্বে রয়েছে তাইওয়ানের কোম্পানি এভারগ্রিন মেরিন। এর দৈর্ঘ্য চারটি ফুটবল মাঠের সমান যা বিশ্বের সবচেয়ে বড় মালবাহী জাহাজের অন্যতম। দুই লাখ টনের এই জাহাজে একসঙ্গে ২০ হাজার কন্টেইনার পরিবহন করা যায়।

সুয়েজ খালের মধ্য দিয়ে বিশ্বের মোট বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবাহিত হয়। লয়েড’স লিস্ট জানায়, জাহাজটির দুই দিকে ১৬০টিরও বেশি জাহাজ আটকে আছে। এর মধ্যে ৪১টি মালবাহী ও ২৪টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব মালবাহী জাহাজে যেসব পণ্য রয়েছে তার মধ্যে আছে কাপড়, আসবাবপত্র, উৎপাদনের উপকরণ ও গাড়ির যন্ত্রাংশ।

পানামায় নিবন্ধনকৃত ‘এভারগ্রিন’ জাহাজটি চীন থেকে নেদারল্যান্ডে পণ্য পরিবহন করছিল। স্থানীয় সময় মঙ্গলবার ৭:৪০ মিনিটের দিকে এটি আটকা পড়ে।

এভারগ্রিন মেরিন জানিয়েছে, ধারণা করা হচ্ছে, জাহাজটি হঠাৎ প্রবল বাতাসের কবলে পড়ার কারণে এর হাল বিচ্যুত হয়ে যায় এবং দুর্ঘটনাবসত জাহাজের তলা আঘাতপ্রাপ্ত হয়। তখন এটি খালের তলানির সঙ্গে আটকে যায়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়