বিশ্বে করোনা আক্রান্ত ৫ কোটি ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (৯ নভেম্বর): বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সোমবার জন হপকিন্স ইউনিভার্সিটির বরাদ দিয়ে বিবিসি জানিয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, এ ভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে ১২ কোটির বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে অনেক দেশে পরীক্ষার সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় এ সংখ্যা আরো বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভই এক চতুর্থাংশ মৃত্যুর জন্য দায়ী বলে জানিয়েছে রয়টার্স।
ইউরোপে করোনাভাইরাসে আক্রান্তরে সংখ্যা এক কোটি ২৫ লাখের বেশি। সেখানে ৩০৫,৭০০ জনের মৃত্যুর কারণে ইউরোপ এখন আবার করোনাভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাআক্রান্ত মানুষের সংখ্যা এক কোটির নীচে। সেখানে পরপর তিন দিন পরীক্ষায় ১২৫,০০০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়েছে।
ফ্রান্সে রোববার নতুন করে ৩৮,৬১৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। শনিবার সেখানে সনাক্তের সংখ্যা ছিল ৮৬,৮৫২জন। ফ্রান্সে নতুন করে ২৭১জনের মৃত্যুর খবর জানা গেছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০,৪৩৯ জনে। এ ভাইরাসের বিস্তার রোধে সেখানে এক সপ্তাহের বেশি সময় ধরে দ্বিতীয়দফা লকডাউন চলছে। ১ ডিসেম্বর পর্যন্ত জারি করা এ লকডাউনের সময় জনগনকে জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউরোপর মধ্যে মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা যুক্তরাজ্যে নতুন করে ২০,৫৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেখানে আরো ১৫৬ জনের মত্যুর কারণে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৯,০৪৪ জনে।
সংক্রমনের সংখ্যা বিবেচনায় ব্রাজিল ও ভারতের অবস্থাও বেশ খারাপ। এছাড়া সোমবার থেকে পর্তুগালে কারফিউ জারি করা হচ্ছে। সুইজারল্যান্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০ প্রশিক্ষিত সেনা মোতায়েন করেছে। আলজেরিয়ার ৪৮টি অঞ্চলের মধ্যে ২০টি অঞ্চলে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে।