Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মাস্ক পরা বাধ্যতামূলক হবে: বাইডেন

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাস্ক পরা বাধ্যতামূলক হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০০, ৯ নভেম্বর ২০২০  
মাস্ক পরা বাধ্যতামূলক হবে: বাইডেন

ছবি: ফাইল ফটো

ঢাকা (৯ নভেম্বর): যুক্তরাষ্ট্রে  করোভাইরাসের বিস্তার রোধে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করতে চাইছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি, আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথা ভাবছেন। করোনা চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজও করা হবে। এসব হবে নিয়মিত ও বিনামূল্যে। বিভিন্ন কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকাও দেওয়া হবে।

বাইডেন বলেছেন, মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি কমিয়ে আনলে। মাস্ক পরলে হাজারো প্রাণ বাঁচবে। বাইডেন ঘরের বাইরে জনসমাগমস্থলে গেলে প্রত্যেক মার্কিনকে মাস্ক পরতে আহ্বান জানানোর পরিকল্পনা করেছেন। তিনি চান অঙ্গরাজ্যের গভর্নররা এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি বাধ্যতামূলক করবে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। নির্বাচনকে কেন্দ্র করে আক্রান্ত সংসখ্যা বেড়েছে লাফিয়ে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৬২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন দুই লাখ ৩৭ হাজার ৫৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮১ হাজার ৪৯১ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ৬২ হাজার ৯০০ জন এবং মারা গেছেন দুই লাখ ৩৭ হাজার ৫৬৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৮১ হাজার ৪৯১ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়