ফাইজারের টিকা ৯৫ শতাংশ কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা (১৮ নভেম্বর): যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান ফাইজার এবং এর জার্মান সহযোগি বায়োএনটেক জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফাইজার জানিয়েছে, তাদের টিকা বয়স্কদেরও করোনা সংক্রমণ প্রতিরোধে সক্ষম। এছাড়া নিরাপত্তার ক্ষেত্রে কোনো গুরুতর উদ্বেগের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। আগামী কয়েক দিনের মধ্যে জরুরী প্রয়োজনে এটি ব্যবহারের জন্য তারা নিয়ন্ত্রক সংস্থা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি পাওয়ার চেষ্টা করবেন।
ফাইজারের প্রধান অ্যালবার্ট বৌরলা এক বিবৃতিতে বলেন, ভয়াবহ করোনা সংক্রমন প্রতিহত করতে ভ্যাক্সিন তৈরীতে আট মাসের পথ চলায় এ পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের সঙ্গে আমরা এ যাত্রা অব্যহত রাখবো। সেই সঙ্গে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিশ্বের সবার সঙ্গে শেয়ার করবো।
ফাইজার বলছে, জরুরী প্রয়োজনে কোভিড ১৯ এর টিকা ব্যবহারের অনুমতি দেয়ার আগে এফডিএ কর্মকর্তারা জনসম্মুখে ট্রয়ালের তথ্য পর্যালোচনা করবেন। এটি আগামী মাস নাগাদ হতে পার বলে ফাইজার উল্লেখ করেছে।
ফাইজার এবং এর জার্মান সহযোগি বায়োএনটেক এ বছর সারা বিশ্বের জন্য ৫০ মিলিয়ন ডোজ ভ্যাক্সিন তৈরী করবে বলে আশা করছে। আর ২০২১ সালের শেষ নাগাদ এ ভ্যাক্সিন ডোজের পরিমান দাঁড়াবে ১ দশমিক ৩ বিলিয়ন।
ফাইজার এবং বায়োএনটেক সর্বশেষ পরীক্ষায় প্রায় ৪৪,০০০ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল। এর মধ্যে ৪২ ভাগ ছিলেন সারা বিশ্ব থেকে আর ৩০ ভাগ ছিলেন নানা গোত্র বর্ণের আমেরিকান। এর ফলাফলে দেখা গেছে নানা বিশ্বের নানা গোত্র, বর্ণ এবং বয়সের মানুষের ওপরই এ ভ্যাক্সিন কার্যকর। ফাইজার এবং বায়োএনটেকের এ পরীক্ষার তথ্য সংগ্রহ আরো দুই বছর অ্যহত থাকবে।
ফাইজার এবং বায়োএনটেকের চূরান্ত এ সফলতার ঘোষণা দেয়ার এক সপ্তাহ আগে জানিয়েছিল তাদের পরীক্ষা ৯০ ভাগ ক্ষেত্রে সফল হয়েছে। এদিকে আরেক মার্কিন কোম্পানি মর্ডানা সোমবার জানিয়েছে তাদের ভ্যাক্সিনের সফলতার হার ৯৪.৫।